খাদ্য সংকটের মুখোমুখি চিন ! বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- খাদ্য সংকটের মুখোমুখি চিন ! একদিকে করোনার তাণ্ডব অন্যদিকে দেশের দক্ষিণ প্রান্তে হওয়া বন্যার জেরে ভয়াবহ খাদ্য সংকটের মুখোমুখি হতে চলেছে চিন। এই খবর জানা যাচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে। আর এই কারণেই নাকি দেশের নাগরিকদের কাছে খাবার নষ্ট না করার আহ্বান জানিয়েছেন চিনের রাষ্ট্রপতি শি জিনপিং। খালি প্লেট অভিযান নামক ওই কর্মসূচি পালনের পাশাপাশি প্রত্যেককে কম খাওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। ২০১৩ সালে এই কর্মসূচি চিনের প্রশাসনিক আধিকারিকদের মানার কথা বলেছিলেন তিনি। এবার দেশের সমস্ত নাগরিকদের কাছেও সেই আবেদন রাখলেন।

সম্প্রতি চিনের নাগরিকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে দেশে যেভাবে প্রতিদিন খাবার নষ্ট হয় তাকে অত্যন্ত বেদনাদায়ক ও কষ্টের বিষয় বলে উল্লেখ করেন জিনপিং। বলেন, খাদ্য নিরাপত্তার সংকট সম্পর্কে চিনের নাগরিকদের সচেতন হয়ে উঠতে হবে। কারণ বিশেষজ্ঞরা বলছেন, খাদ্যের অপচয় কমালেই ভবিষ্যতের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। শুধু রাষ্ট্রপতির আহ্বানই নয়, চিনের সরকারের তরফেও দেশের খাদ্য নিরাপত্তার জন্য বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

চিনের দক্ষিণ প্রান্তে হওয়া ভয়াবহ বন্যার ফলে কয়েক হাজার টন খাদ্যশস্য জলে ভেসে গিয়েছে। এর ফলে কয়েকদিনের মধ্যেই দেশজুড়ে খাদ্যের অভাব দেখা দিতে পারে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠনের তরফে খাবারের অপচয় বন্ধ করার অনুরোধ করা হচ্ছে। ইতিমধ্যে করোনার আঁতুড়ঘর বলে পরিচিত হুবেই প্রদেশের ইউহান শহরের রেস্তরাঁগুলিকে গ্রাহকদের কম খাবার সরবরাহ করার পরামর্শ দেওয়া হয়েছে। যদি পাঁচ জন একসঙ্গে এসে খাবার অর্ডার দেন তাহলে তাঁদের চার জনের খাবার ভাগ করে দিতে বলা হয়েছে।

Highlights

1. খাদ্য সংকটের মুখোমুখি চিন !

2. বন্যার জেরে ভয়াবহ খাদ্য সংকটের মুখোমুখি হতে চলেছে চিন

#CHINA #COVID

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন