খাবার চালের জন্য সৌদির কাছে হাত পাতলো পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান !

By Bangla news dunia Desk

Published on:

Bnagla News Dunia , অমিত রায় :- পাকিস্তানের আর্থিক অবস্থার কথা সারা বিশ্ব বাসি জানে। কয়েকদিন আগেই আমরা আপনারদের জানিয়েছিলাম যে পাকিস্তানের কাছে গমের অভাব দেখা দিয়েছে সেখানে মাত্র তিন সপ্তাহ খাবারের মতো গম রয়েছে। এমনকি এরই সাথে পাকিস্তানের সকল খাদ্যের দাম আকাশ ছোঁয়া হয়েছে। এই পরিস্থিতিতে সৌদি আরবের কাছে সাহায্যের জন্য পৌঁছে যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

সৌদিতে পৌঁছে সেখানে তিনি সৌদির ক্রাউন প্রিন্স বিন সালমান এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। তার পরেই সৌদির তরফ থেকে ঘোষণা করা হয় যে পাকিস্তানকে ১৯ হাজার ৩২ টি চালের ব্যাগ দেওয়া হবে , যার মধ্যে ৪৪০ টন চাল থাকবে। এই চাল পাকিস্তানের বিভিন্ন প্রান্তে বিতরণ করবে পাকিস্তানের সরকার যাতে করে পাকিস্তানের খাদ্যের যেই সংকট দেখা দিয়েছে তা কিছুটা কম করা যায়।

আরো পড়ুন :- দুনিয়াকে করোনা দেওয়া চীনের উপর আঘাত হানতে শুরু করলো আমেরিকা

এই প্রথম কোনো দেশের প্রধানমন্ত্রী অন্য দেশে গিয়ে নিজের দেশের জন্য খাদ্য নিয়ে আসলো। তাও আবার এমন দেশ থেকে যেই দেশ নিজেই , নিজের দেশের জন্য অন্য দেশের থেকে চাল ও খাদ্য ক্রয় করে থাকে। অথাৎ সৌদি আরব নিজেই নিজের দেশের জন্য অন্য দেশের থেকে খাদ্য ক্রয় করে থাকে। আর সেই সৌদি পাকিস্তানকে ৪৪০ টন চাল দিচ্ছে।

property banner

এছাড়া পাকিস্তানের আর্থিক অবস্থা দেখে সৌদি জানিয়েছে যে তারা পাকিস্তানের হেল্থ সেক্টরে ১৫ লক্ষ্যে ডলার বিনিয়োগ করবে , যাতে করে এই মহামারীর সময় পাকিস্তানের স্বাস্থ্যে সুবিধা সুচারু ভাবে চলতে পারে।

এছাড়া সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয় যে , সৌদি ১২ কোটি ৩০ লাখ ডলারের নিবেশ করবে পাকিস্তানে। পাকিস্তানের শিক্ষা , স্বচ্ছ জল ও পরিবেশ সহ ১১৮ টি পরিযোজনায় এই অর্থ খরচ করা হবে। এর আগে চীন পাকিস্তানের CPEC পরিযোজনার তহিত চলতে থাকা রেল পরিযোজনায় অর্থ  দেওয়া বন্ধ করে দিয়েছে। এমনকি পাকিস্তান চীনের কাছেই ঋণ চেয়েছিলো কিন্তু চীন পাকিস্তানের আর্থিক অবস্থার কথা মাথায় রেখে এই অর্থ দিতে অস্বীকার করে।

আরো পড়ুন :- ভারতকে বিপুল আর্থিক সাহায্য ইউরোপিয়ান ইউনিয়নের

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- ইসরায়েলি হামলায় ভস্মীভূত প্যালেস্টাইনের বিরাট বিল্ডিং !

Bangla news dunia Desk

মন্তব্য করুন