গত ২৪ ঘন্টায় মৃত ২৭০০-র বেশি , ভয়ঙ্কর অবস্থা আমেরিকার

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

bBangla News Dunia , পল্লব চক্রবর্তী :-  ধীরে ধীরে মৃত্যুপুরী হওয়ার পথে আমেরিকা। মৃত্যুর হাহাকার যেন শেষ হচ্ছে না ট্রাম্পের দেশে। প্রতিদিন মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। গত ২৪ ঘন্টায় সমগ্র আমেরিকাতে মৃত ২৭০০-র বেশি। যা পরিসংখ্যান আসছে তাতে দেখা যাচ্ছে সমগ্র আমেরিকাতে মোট মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৪৫ হাজার। এখনো পর্যন্ত করোনা আক্রান্ত মোট ৮ লাখের বেশি বলে জানা গেছে ।

সেখানকার তথ্য বলছে সোমবার থেকে আজ অবধি মোট ৪০ হাজারের বেশি মানুষের COVID-19 পসিটিভ পাওয়া গেছে। দেখা যাচ্ছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মারণ ভাইরাস এ সবচেয়ে ক্ষতিগ্রস্ত নিউইয়র্ক। সেখানে আক্রান্ত প্রায় ২ লক্ষ ৫১ হাজারের বেশি। মৃতের সংখ্যা প্রায় ১৪ হাজারের বেশি। নিউজার্সিতে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৯২ হাজারের বেশি ও মৃত প্রায় ৫ হাজার।

 আরো পড়ুন :- করোনায় আক্রান্ত এই মার্কিন অভিনেতা

করোনা ভাইরাস এ সবচেয়ে ক্ষতিগ্রস্ত ট্রাম্পের দেশ আমেরিকা। মৃত্যুর নিরিখে সবার উপরে রয়েছে আমেরিকা । সেখানে সমস্ত ব্যাবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে। প্রয়োজন ছাড়া কারোকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না। তবে রাষ্ট্রপতি ট্রাম্পের মতে তাদের দেশে পরিস্থিতি একটু উন্নতি হয়েছে। আগের থেকে কমেছে মৃত্যুর হারও।

 আরো পড়ুন :- সোপিয়ানে সেনা অপারেশন , খতম ৪ জঙ্গি

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন