গাজায় হামলা অব্যাহত থাকবে ! মুসলিম বিশ্বকে হুঁশিয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রীর

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- গাজায় হামলা অব্যাহত থাকবে ! পবিত্র আল আকসা মসজিদে হামলা চালানোর পর গত এক সপ্তাহের হামাস ও ইসরায়েলি সংঘর্ষ আর বিমান হামলায় ৪০ শিশু সহ প্রায় ১৫০- র বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর সংবাদ সংস্থা রয়টার্সের।

গত শনিবার ১৫ই মে এক টেলিভিশন বক্তৃতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন , যতদিন প্রয়োজন হবে সন্ত্রাস দমনে গাজায় হামলা অব্যাহত থাকবে। তবে এতে হতাহত যতটা বেশি সম্ভব কমানো যায় তার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানান তিনি। তিনি বলেন, সংঘাতের জন্য অপরাধ বোধে ভোগার কথা তাদের, যারা আমাদের ওপর হামলার মাধ্যমে ঘটনা শুরু করেছে। অভিযানের মাঝামাঝি পর্যায়ে আছি আমরা, এটি এখনও শেষ হয়নি। যতদিন প্রয়োজন সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, হামাস জঙ্গিরা ইসরায়েলের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। কিন্তু আমরা সাধারণ মানুষের মৃত্যু এড়াতে যা যা করা দরকার সব করছি। শুধু সন্ত্রাসীদের লক্ষ্য করেই হামলা চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।

আরো পড়ুন :- পাকিস্তান মিডিয়ার দাবি ১০-১২ মিনিটের মধ্যে পাকিস্তান ইসরায়েলকে ধ্বংস করতে পারে !

এদিকে আজ সকালেও ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। এই দিন গাজায় অন্তত পক্ষে ৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

#Israel #Hamash

বিশেষ দ্রষ্টব্য :- সকলের কাছে বিনীত অনুরোধ , সবাই মাস্ক ব্যবহার করুন আর স্বাস্থ্য বিধি মেনে চলুন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন