গালওয়াল উপত্যকা চীনের ,এই প্রসঙ্গে চীনের ভূমিকা দেখুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia : S. Datta Roy –    লাদাখে ভারত -চীন সীমান্ত সংঘর্ষ নিয়ে সারা বিশ্ব আলোড়িত হয়ে গেছে। কিন্তু সেই নিয়ে অদ্ভুতভাবে নীরব থেকেছে বেজিং। তাদের পশ্চিমি থিয়েটার কমান্ডের প্রধান কর্নেল ঝ্যাং শাওলি বলেন – ‘ গালওয়াল উপত্যকা শুরু থেকেই চীনের অংশ। ‘ অথচ ‘ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ‘ অনুসারে এই উপত্যকা ভারতীয় বউ-খন্ডের মধ্যে পরে। সোমবার রাতে এখানেই চীনের সেনাবাহিনীকে বাধা দিতে গিয়ে ২০ জন ভারতীয় সেনা মারা গেছেন। ডোকলাম বিবাদের সময় ভারতকে হুঁশিয়ারি দিয়ে প্রতিদিন চীনের খবরের কাগজে লেখা বেরোতো।

কিন্তু এক্ষেত্রে মঙ্গলবার সন্ধ্যায় একমাত্র ‘ গ্লোবাল টাইমস ‘ স্বীকার করেছে যে ভারতের সঙ্গে সংঘর্ষে তাদের কিছু সেনার মৃত্যু হয়েছে। চীন বিদেশ মন্ত্রকের মুখপাত্রকে এই নিয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন – ‘মৃতের সংখ্যার বিষয়ে আমার জানা নেই। ‘ চীনের এই নীরবতার কারণ হিসেবে অনেক বিশেষজ্ঞ জানিয়েছেন -দক্ষিণ চীন সাগরের কাছে মার্কিন নৌবহরের আনাগোনার জন্যই সম্ভবত চেইপ আছে চীন। রোনাল্ড রেগন ,নিমিত্জ ও রুজভেল্টের মতো রণতরী তাদের যুদ্ধ জাহাজের আশেপাশে আছে বলে ভারতকে হুমকি দিতে পারছে না বেজিং।

সংঘাতের পরেরদিন সকালে চীনা বিদেশ মন্ত্রক জানিয়েছে -ভারত একাধিকবার সীমানা লঙ্ঘন করে তাদের এলাকায় ঢুকে পড়েছে। তারজন্য ঝামেলা সৃষ্টি হয়েছে। কিন্তু ভারত এবং চীন উভয়েই একে অন্যের বিরুদ্ধে সীমানা লঙ্ঘনের অভিযোগ করেছে। তবে চীন অভিযোগ করলেও উপগ্রহ চিত্রে অন্য ছবি ধরা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে গালওয়াল উপত্যকায় এখনো প্রচুর চীন গাড়ি ও তাঁবু আছে।

Highlights

১.  ডোকলাম বিবাদের সময় ভারতকে হুঁশিয়ারি দিয়ে প্রতিদিন চীনের খবরের কাগজে লেখা বেরোতো। 

২.  সোমবার রাতে এখানেই চীনের সেনাবাহিনীকে বাধা দিতে গিয়ে ২০ জন ভারতীয় সেনা মারা গেছেন। 

ভারত    #  চীন   #  সীমান্ত  সংঘর্ষ    #  গালওয়াল উপত্যকা

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন