গেরুয়া পোশাক বা তিলক , কপালে সিঁদুর ব্যবহার করবেন না ! বাংলাদেশের সন্ন্যাসী এবং ভক্তদের পরামর্শ দিল ইসকন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , Pallab : গেরুয়া পোশাক পরবেন না ,  তিলক কাটবেন না। কপালে সিঁদুর পড়বেন না। মাথা ঢেকে রাখবেন। প্রাণ বাঁচাতে বাংলাদেশের সন্ন্যাসী এবং ভক্তদের এমনই পরামর্শ দিল ইসকন কলকাতা। ইসকন কলকাতার সহ-সভাপতি এবং মুখপাত্র রাধারমণ দাসের মতে, এখন বাংলাদেশের পরিস্থিতি, তাতে আগে জীবন বাঁচানোর উপরে জোর দিতে হবে। সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ।

আরো পড়ুন :- আর দরকার নেই মোবাইল টাওয়ারের, স্যাটেলাইটের মাধ্যমেই চলবে ফোন, নতুন ঘোষণা

আর সুরক্ষিত থাকার জন্য আপাতত হিন্দু সন্ন্যাসী এবং ভক্তদের গেরুয়া পোশাক এড়িয়ে যাওয়ার মতো পরামর্শ দিয়েছেন। যাতে বোঝা না যায় যে সংশ্লিষ্ট ব্যক্তি হিন্দু বা ইসকনের ভক্ত। ‘এই সংকটের মুহূর্তে আমি সব সন্ন্যাসী এবং ভক্তকে পরামর্শ দিচ্ছি যে নিজেদের রক্ষা করতে এবং সংঘাত এড়িয়ে চলতে হবে। ওঁদের গেরুয়া পোশাক পরতে এবং কপালে সিঁদুর দিতে বারণ করেছি আমি।

ওঁদের যদি মনে হয় যে গেরুয়া মাল্য পরা উচিত, তাহলে এমন ভাবে পরতে হবে, যাতে কোনও পোশাকের মধ্যে সেটা লুকিয়ে রাখা যায় এবং বাইরে থেকে দেখা যায় না। যদি সম্ভব হয়, তাহলে তাঁরা যেন নিজেদের মাথাও ঢেকে রাখেন। সংক্ষেপে বলতে গেলে তাঁদের সবকিছু করতে হবে, যাতে বোঝা না যায় যে তাঁরা সন্ন্যাসী।’ #End

আরো পড়ুন :- ভারতের একমাত্র রাজ্য যা ৩ দেশ দিয়ে ঘেরা! জনসংখ্যা ৯১ মিলিয়ন

আরো পড়ুন :- বাংলাদেশিদের সামাজিক ভাবে বয়কটের বার্তা অখিল ভারত হিন্দু মহাসভার !!

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন