Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- করোনার করাল গ্রাসে গোটা বিশ্ব । তার মধ্যে উদ্বেগ বাড়ালো আইএমএফ । গোটা বিশ্বে এরকম অর্থনৈতিক সঙ্কট কখনও আসেনি । এই চিন্তার কথা বললো আন্তর্জাতিক অর্থভান্ডার। করোনা সংক্রমণ ও টানা লকডাউনের যাঁতাকলে অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা ক্রমেই জোরাল হচ্ছে। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সারা বিশ্বের অর্থনীতি। এই পরিস্থিতি ২০০৮-০৯ এর অর্থনৈতিক মন্দা কেও ছাপিয়ে গিয়েছে ।
[ আরো পড়ুন :- N-95 নয়, বন্ধু পাকিস্তানকে ‘অন্তর্বাস’ মাস্ক পাঠাল ‘পরম বন্ধু’ চিন ]
আন্তর্জাতিক অর্থভান্ডার এর প্রধান ক্রিস্টালিয়া জর্জিয়েভা বলেছেন , সারা বিশ্ব চরম অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে । বর্তমান অর্থনৈতিক সঙ্কট ২০০৮–এর চেয়েও ভয়ঙ্কর। এই পরিস্থিতির মোকাবিলায় সব দেশ গুলোর একজোট হওয়া প্রয়োজন। আইএমএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা মোকাবিলায় স্বাস্থ্য খাতে খরচের জন্য তুলনামূলক গরিব এবং উন্নয়নশীল দেশগুলি আর্থিক সাহায্য করবে তারা। পাশাপাশি গরিব এবং উন্নয়নশীল দেশগুলির ঋণের বোঝা কম করার উদ্যোগও নিয়েছে আইএমএফ।
করোনা আতঙ্কের জেরে ভারতের অর্থনীতিও শ্লথ হয়ে গিয়েছে। সম্প্রতি ভারত সহ বিশ্বের বহু দেশের আর্থিক বৃদ্ধির পূর্বাভাষ ছাঁটাই করেছে একাধিক আন্তর্জাতিক অর্থনৈতিক মূল্যায়ণকারী সংস্থা। চলতি অর্থবর্ষে ভারতের বৃদ্ধির হার কমে ২.৫% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মুডিজ। তিন দশকে যা একেবারে সর্বনিম্ন হার । যার জেরে চাকরি যাওয়ার ছাটাইয়ের আশঙ্খা করছেন বিশেষজ্ঞদের একটা বড় অংশ।