গোপনে পরমাণু পরীক্ষা করেছে চীন , বিস্ফোরক অভিযোগ আমেরিকার

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- করোনা আবহে জুবুথুবু গোটা বিশ্ব। এই ভয়ঙ্কর মহামারীর জন্য আগেই চীনকে দুষেছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে ট্রাম্প ভাইরাসটিকে চীনা ভাইরাস বলেছেন। এবার চীনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের অভিযোগ গোপনে পরমাণু পরীক্ষা করেছে চীন।

আমেরিকার এই বিস্ফোরক দাবির পর সারা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছেন। চীন-আমেরিকা দৈরত নতুন মাত্রা পেয়েছে। এই ঘটনার প্রথম দাবি করা হয় ওয়াল টি জার্নালে। চীনের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ এনেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। সেখানে দাবি করা হচ্ছে যে চীন পরমাণু চুক্তি ভেঙেছে। চীন তাদের লপ নূর নিউক্লিয়ার টেস্ট সাইট এ ২০১৯ থেকে একাধিক পরমাণু পরীক্ষা করেছে।

[ আরো পড়ুন :- ভারতের কাছে হাইড্রোক্সিক্লোরোকুইন চাইলো পাকিস্তান ]

যদিও চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন , পরমাণু অস্ত্র পরীক্ষা বন্ধ রাখার চুক্তিতে চীন প্রতিশুতি বদ্ধ। তিনি আরো বলেন আমেরিকা তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। আন্তর্জাতিক চুক্তি ও বিভিন্ন শান্তিপূর্ণ ক্ষেত্রে চীন বরাবর দায়িত্বপূর্ণ কাজ করে চলেছে। তবে এই চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসার পর নড়ে চড়ে বসেছে ভারত সহ বিশ্বের তাবড় দেশ গুলি।

[ আরো পড়ুন :- Zoom app নিরাপদ নয় জানালো সরকার , ব্যবহার করতে মানা ]

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন