Bangla News Dunia , অজয় দাস:- একটা সময় ছিল যখন ভারত ও তুর্কির মধ্যে সম্পর্ক খুবই ভালো ছিল। কারণ ভারতের মতোই তুর্কির শাসন ব্যবস্থা গণতান্ত্রিক। কিন্তু বিগত কয়েক বছর ধরে তুর্কির রাষ্ট্রপতি এরদোয়ান ভারতের সাথে সম্পর্ক খারাপ করতে উঠে পরে লেগেছে। তার প্রধান কারণ এরদোয়ানের পাকিস্তান প্রেম। এরই সাথে ইসলামিক জগতের খলিফা হওয়ার ইচ্ছে। আর এই খলিফা হওয়ার ইচ্ছের ফলেই সৌদি আরবের সাথে তুর্কির সম্পর্ক সবচেয়ে খারাপ।
আরো পড়ুন :- চিন্তায় বিশেষজ্ঞরা , দ্বিতীয় বিশ্ব যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে !
আর তেমনই তুর্কির প্রতিবেশী দেশ গ্রিসের সাথে ও তুর্কির সম্পর্ক খারাপ। ঠিক যেমনটা ভারত ও পাকিস্তানের সম্পর্ক। সম্প্রতি গ্রীস ভারতের সাথে সুসম্পর্ক গড়তে চায়। আর সেই অনুযায়ী তারা ইতি মধ্যেই ভারতের সাথে কথাবার্তা বলতে শুরু করে দিয়েছে। গ্রীস ভারতের সাথে সুসম্পর্ক গড়তে চায় তুর্কির কারণে , কারণ গ্রীস ও তুর্কি একে অপরের শত্রু। আর সর্বদা বলা হয় শত্রুর শত্রু সর্বদা বন্ধু হয়।
তুর্কি বিভিন্ন ব্যাপারে পাকিস্তানের সাহায্য ও সাথ দিয়ে থাকে। দুদিন আগেই দেখা গেলো প্যালেস্টাইন মামলায় তুর্কি ও পাকিস্তান যৌথ ভাবে প্যালেস্টাইনের সাথ দিয়েছে। এছাড়া তুর্কির রাষ্ট্রপতি এরদোয়ান পাকিস্তানে এসে কাশ্মীর ইস্যুতে ভারতের আলোচনা করেছে। এছাড়া এরদোয়ান আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদে ও পাকিস্তানের সাথ দিয়ে কাশ্মীর ইস্যুকে তুলেছে। এমন অবস্থায় গ্রীসের ডাকে সারা দিয়ে ভারত ও গ্রীসের সাথ দিয়ে তুর্কিকে তার জাগা বুঝিয়ে দিতে চায়।
আরো পড়ুন :- এবার সরকারের রাডারে What’s App , টিকটকের মতো ব্যান হতে পারে ভারতে
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- বিশ্ব দরবারে ভারতকে পৌঁছে দিতে মাস্টার প্ল্যান কেন্দ্রের !