গ্রেপ্তার বাংলাদেশের ‘সনাতনী জাগরণ মঞ্চের’ মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , Pallab : গ্রেপ্তার করা হলো বাংলাদেশের ‘সনাতনী জাগরণ মঞ্চের’ মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। বিকালে তাঁকে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। এ দিন বিকালে ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিলেন তিনি। সেই সময়েই তাঁকে গ্রেপ্তার করেন ঢাকা পুলিশের গোয়েন্দারা। আগে গত ৩০ অক্টোবর চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়।

আরো পড়ুন:- ২১৩ কোটি জরিমানা, ৫ বছর ব্যান! ভারতে বড় ধাক্কা খেল Meta

জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগ জানিয়ে রাষ্ট্রদ্রোহ আইনে ওই মামলা করা হয়েছিল। এই মামলা দায়ের করার পরেই একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে বাংলাদেশের পুলিশ। বাংলাদেশে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর থেকেই সেখানে হিন্দু এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে বলে অভিযোগ। এর প্রতিবাদে সেখানে রাস্তায় নেমেছেন হিন্দুরা।

চিন্ময় প্রভু নামেও পরিচিত তিনি। চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। ইসকনের পুণ্ডরীক ধামের অফিসিয়াল ফেসবুক পেজেও তাঁকে গ্রেপ্তারের কথা জানানো হয়েছে। #Short News

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন