চলতি মাসে হতে চলেছে শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ ! বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ হতে চলেছে আগামী ১৯ নভেম্বর। তবে এটি পূর্ণগ্রাস নয়, এই গ্রহণ হবে আংশিক। ঢাকা পড়বে চাঁদের ৯৭ শতাংশ। আশ্চর্য এই মহাজাগতিক দৃশ্য সবচেয়ে ভাল দেখা যাবে উত্তর আমেরিকা থেকে। কার্তিক পূর্ণিমার দিন ওই গ্রহণ দেখা যাবে ভারতের বেশ কিছু অংশ থেকেও।

ওই দিন পৃথিবী চলে আসবে সূর্য ও চাঁদের মাঝখানে। পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ায় শুরু হবে চন্দ্র গ্রহণ। কেবল ১৯ নয়, টাইম জোনের হিসেবে পৃথিবীর কিছু দেশে গ্রহণ দেখা যাবে ১৮ তারিখে। নাসার তরফে জানানো হয়েছে, গ্রহণটি চরম অবস্থায় পৌঁছবে ভারতীয় সময় দুপুর ১.৩০টার সময়। দেখা সম্ভব হবে না দেশ থেকে। তবে পরে অসম ও অরুণাচল প্রদেশের মতো দেশের কিছু অংশ থেকে গ্রহণ দৃশ্যমান হবে। খুব অল্প সময়ের জন্য দেখা যাবে।

avilo home

গ্রহণ সবচেয়ে ভাল দেখা যাবে উত্তর আমেরিকা থেকে। আমেরিকার ৫০টি প্রদেশ ও মেক্সিকো থেকে গ্রহণের প্রতিটি মুহূর্তের সাক্ষী থাকতে পারবেন মহাকাশ প্রেমীরা। অস্ট্রেলিয়া, পূর্ব এশিয়া, উত্তর ইউরোপ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকেও দেখা যাবে এই চন্দ্রগ্রহণ।

এই গ্রহণ চলবে ৩ ঘণ্টা ২৮ মিনিট ২৩ সেকেন্ড। ২০০১ থেকে ২১০০- এটাই হতে চলেছে এই শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ। এর মধ্যে অনেক ক্ষেত্রেই এক মাসের মধ্যে দু’টি করে চন্দ্রগ্রহণ হবে। তিনটি গ্রহণও হবে কোনও কোনও ক্ষেত্রে।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

মাস্ক ব্যবহার করুন আর সামাজিক দূরত্ব বজায় রাখুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন