চারিদিকে শুধু মৃতদেহ ! ভূমিকম্পে মৃত্যুপুরী তুরস্ক

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব : ঘড়ির কাঁটা স্থানীয় সময় অনুসারে যখন ৪টের ঘরে পৌঁছেছে, ঠিক সেই মুহূর্তে কেঁপে ওঠে তুরস্ক এবং সিরিয়ার অধিকাংশ এলাকা। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ৭.৮। প্রথম কম্পনের ১১ থেকে ১৫ মিনিটের ব্যবধানে দ্বিতীয় বার কেঁপে ওঠে লেবানন, সিরিয়া এবং সাইপ্রাসের বিভিন্ন অংশ। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে-র মতে, এই কম্পনের তীব্রতা ছিল ৬.৭।

১৯৩৯ সালের পর তুরস্ক এমন ভয়াবহ ভূকম্প দেখেনি। ভূমিকম্পের ফলে প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে তুরস্ক এবং সিরিয়া। উদ্ধার হচ্ছে একের পর এক মৃতদেহ। কোনও কোনও পরিবারে সকল সদস্যের মৃত্যু হয়েছে। ভেঙে পড়েছে বহু বাড়িঘর। জানা গিয়েছে যে, ধ্বংসস্তূপের তলায় এখনও বহু মানুষ আটকে রয়েছেন।

আরও পড়ুন : বঙ্গ বিজেপিতে বিরাট ভাঙ্গন !

ভূমিকম্পের ফলে তুরস্কে অন্তত ৭৬ জন মারা গিয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৪৪০ জন।
সিরিয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণও উল্লেখযোগ্য। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সিরিয়ায় মৃতের সংখ্যা ১১১ জন। এখনও পর্যন্ত ৫০০ জন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র মারফত খবর।

আরো পড়ুন :- ৮৭-র বৃদ্ধার শরীরের উপর ঝড় তোলেন ৮৯-এর বৃদ্ধ ! তুমুল সঙ্গম !

বিপর্যয়ের মুহূর্তের বেশ কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়েছে ফেসবুক এবং টুইটারে। এই ভিডিয়োর সত্যতা অবশ্য যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, তীব্র কম্পনের ফলে বাড়িঘর ভেঙে পড়ছে। প্রাণ বাঁচানোর আশায় স্থানীয়দের ছোটাছুটি করতেও দেখা যাচ্ছে। দমকলকর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন।

তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়িপ এর্ডোগান এই ঘটনায় টুইটারে শোক প্রকাশ করে লিখেছেন, ‘‘ভূমিকম্পের ফলে আমাদের দেশের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আমার দেশবাসীদের প্রতি সহানুভূতি জানাই। বিপর্যয় মোকাবিলা সংস্থার কর্মীরা সকলে সতর্ক রয়েছেন। উদ্ধারকাজে কোনও ত্রুটি নেই।’’

আরো পড়ুন :- বিয়ের ন্যূনতম বয়সের নির্দিষ্টকরণ ! কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পের এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তুরস্ক এবং সিরিয়ার দেশবাসীদের প্রতি সহানুভূতি জানিয়েছেন তিনি। টুইটার অ্যাকাউন্ট থেকে শোকপ্রকাশ করে মোদী লিখেছেন, ‘‘তুরস্কে ভূমিকম্পের ফলে বহু মানুষ তাঁদের প্রাণ হারিয়েছেন। শোকপ্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছি না।

ভারত যে তুরস্কের পাশে রয়েছেন, তার-ও আশ্বাস দিয়েছেন মোদী। টুইট করে তিনি জানিয়েছেন , কঠিন পরিস্থিতিতে তুরস্কের সহায়তার প্রয়োজন হলে ভারত তাদের সাহায্য করবে।

আরো পড়ুন :- বাংলায় ৭৩৪ কোটির বিনিয়োগ মোদী সরকারের

আরো পড়ুন :- পাকিস্তানে হামলা চালাল আফগান তালিবান, নিহত ৬, আহত ১৭

বিশেষ দ্রষ্টব্য :- ” আমাদের কাছে আপনার ও আপনার সময়ের দাম রয়েছে , তাই আমরা আমাদের লাভের জন্য অযথা খবর বড় করি না , আমরা দিয়ে থাকি আপনাদের পয়েন্টের খবর। যাতে আপনার সময় নষ্ট না হয়। আমাদের এই শর্ট নিউজ আপনাদের কেমন লাগছে তা নিচে কমেন্টে জানান। যদি এই রকম শর্ট নিউজ আরো বেশি করে দেখতে চান তবে like করুন ও কমেন্টে YES লেখে আমাদের জানান। আর অবশই আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেল ফলো করুন।” ‘ধন্যবাদ’

এই রকম আরো খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন