চাল , তেল , নুন বিক্রি করছে পাকিস্তানী সেনা !

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia  , অজয় দাস :- পাকিস্তানের আর্থিক অবস্থা তলানিতে এসে দাঁড়িয়েছে। তার জন্য কে বা কারা দায়ী সেটা স্পষ্ট ভাবে বলা যায় না। কারণ পাকিস্তান কারা চালায় সেটা বোঝা দায়। কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রী রয়েছে। সেখানে প্রধানমন্ত্রীর থেকে সেনা প্রধান বেশি শক্তিশালী। আবার পাকিস্তানের গুপ্তচর বাহিনী পাকিস্তানের বিদেশ নীতি তৈরী করে। এছাড়া পাকিস্তানের আতঙ্কবাদীরা সেখানকার নেতাদের থেকে বেশি শক্তিশালী।

আরো পড়ুন :- রাশিয়া ও চীন কাছাকাছি আসলে ভারতের লাভ না ক্ষতি ? দেখুন বিশ্লেষণ

এই কারণেই পাকিস্তানের এই অবস্থা। নিজের দেশের ঋণ শোধ করতে অন্য দেশ থেকে ঋণ নিতে হয় পাকিস্তানের। পাকিস্তানের ঋণের পরিমান বর্তমানে তার সমগ্র জিডিপির থেকেও বেশি। পাকিস্তানের মোট জিডিপির ১০৭ শতাংশ তাদের ঋণের পরিমান। বর্তমানে পাকিস্তানের জিডিপির পরিমান ৪১.৭ ট্রিলিয়ান পাকিস্তানী রুপি। আর পাকিস্তানের উপর সমগ্র ঋণের পরিমান ৪৪.৬ ট্রিলিয়ান ডলার।

পাকিস্তানের এই কাঙ্গালীর থেকে নিজেদের বাঁচাতে পাকিস্তানী সেনা আগে থেকেই ব্যবসা শুরু করে দিয়েছিলো। কিন্তু বিগত কয়েক বছর ধরে এই ব্যবসার পরিমান আরো বাড়িয়ে দিয়েছে। এখন পাকিস্তানী সেনা বাহিনী চাল , তেল , নুন সহ সমগ্র খাদ্য দ্রব্য , মাংস এমনকি সারের ব্যবসা ও করছে। এছাড়া সবচেয়ে অবাকের জিনিস সেখানকার সেনা হোটেল ব্যবসা ও করছে। যার মাধ্যমে পাকিস্তানী সেনারা অর্থ উপার্জনের চেষ্টা করছে। বিশ্বের মধ্যে পাকিস্তানই এমন দেশ যার সেনারা হাতিয়ার ছেড়ে ব্যাবসায় হাত লাগিয়েছে।

আরো পড়ুন :- ব্রহ্মস মিসাইল নিয়ে বিরাট সফলতা পেলো DRDO , ভারত চাইলে নোট ছাপতে পারবে !

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- বাম্পার অফার , মাত্র ৩৯৯৯ টাকায় ৮ জিবি – ২৫৬ জিবি RAM, ৬৪ MP ক্যামেরা , ৫৮০০ mAhব্যাটারী

Bangla news dunia Desk

মন্তব্য করুন