BBangla News Dunia, সমরেশ দাস : – প্রশ্নটা কিন্তু অনেকের মনেই ছিল বা এখনো রয়েছে যে চীন থেকে কিকরে এতো মারাত্মক ভাইরাস ছড়ালো ওঠাকে তাদের ক্ষতি সেরকম কিছুই হলো না । তারা যে গল্প দিয়েছিলো তাদের মাছের বাজার থেকে এই ভাইরাস ছড়িয়েছে তা আসলে সঠিক তথ্য নয় বলে দাবি মার্কিন যুক্তরাষ্টের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের । তার কথায় চীনের উহান প্রদেশ এ যে ভাইরোলজি কেন্দ্র আছে সেখান থেকেই ছড়িয়েছে এই মারাত্মক ভাইরাস করোনা ।
এই ভাইরোলজি কেন্দ্র টি আসলে কি , এটি হলো উহান থেকে অনেকটাই দূরে জঙ্গল ও পাহাড় দিয়ে ঘেরা একটা জায়গা । যেখানে এমনি সাধারণ মানুষের প্রবেশ ও আনাগোনা পর্যন্ত নিষেধ । এটি কাজ শুরু হয় ২০১৫ সালে ও গবেষণা শুরু হয় ২০১৮ থেকে । এটি ৩২ হাজার স্কোয়ার ফুট এলাকা জুড়ে অবস্থিত । এটা তৈরী করতে খরচ হয়েছে ৪২ মিলিয়ন মার্কিন ডলার ।
আরো পড়ুন :- মে ও জুন মাসের বেতন দেওয়াতে সমস্যা হতে পারে বলে জানালেন আসামের অর্থমন্ত্রী
এটাকে এশিয়ার বৃহত্তম ভাইরাস গবেষনা কেন্দ্র বা ভাইরাস ব্যাঙ্ক ও বলা যেতে পারে । এখানে কম করে ১৫০০ রকমের ভাইরাস আছে বলে মনে করা হচ্ছে , যা নিয়ে গবেষকরা গবেষণা করছেন । এখানে ইবোলা যে ভাইরাস একসময় ত্রাহি রব ফেলেছিলো সেই ভাইরাস নিয়েও এখানে কাজ করা হয় । আর এখন থেকে কোনো ভাইরাস যদি ছড়ায় তাহলে সারা পৃথিবী ধ্বংস হতে সময় লাগবে না ।
আরো পড়ুন :- নতুন করোনা ট্র্যাকিং সিস্টেম
মার্কিন যুক্তরাষ্ঠ্র দাবি করছে যে করোনা ভাইরাস এইখান থেকেই ছড়িয়েছে । কেননা চীন এখনো পর্যন্ত যে সমস্ত কারণ দেখিয়েছে তা কোনো তাই যুক্তিসংগত নয় । তারা বলেছিলো যে পঙ্গোলিন , মাছের বাজার থেকে এই ভাইরাস ছড়ায় । তারা আরো বলে যে বাদুড় থেকে , যে প্রজাতির বাদুড়ের কথা তারা বলে সেই বাদুড় উহান থেকে ৪০ মাইল দূরে থাকে । তাহলে কোথা থেকে এলো এই ভাইরাস ?