চিন্ময় কৃষ্ণ দাসকে কি ভয় পাচ্ছে ‘মৌলবাদী’ বাংলাদেশ সরকার ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangladesh-5

Bangla News Dunia , Pallab : বাংলাদেশ মুসলিম প্রধান দেশ। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে হিন্দুদের মোট জনসংখ্যা প্রায় ৭.৯৭ শতাংশ। বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় ১৭ কোটি। অর্থাৎ হিন্দু বসবাস করেন ১.৩৫ কোটি। কিন্তু এমন অনেক এলাকা আছে যেখানে হিন্দুদের জনসংখ্যা ১০ শতাংশের বেশি। প্রায় ৪ জেলায় হিন্দুদের জনসংখ্যা প্রায় ২০ শতাংশের বেশি। তবে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা ক্রমহ্রাসমান। সেখানে মুসলিমদের সংখ্যা বাড়ছে।

অভিযোগ, প্রতিবারই বাংলাদেশে কমবেশি সাম্প্রদায়িক হিংসা হয়। তার জেরে হিন্দুদের ঘরছাড়া হতে হয়। অনেকের সম্পত্তিও লুট হয়। সেদেশে হিন্দুদের অবস্থা উদ্বেগজনক। সেই হিন্দুদের হয়েই লড়ছিলেন এই চিন্ময় দাস।

আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?

বাংলাদেশের হিন্দু সংগঠনগুলোর অভিযোগ, চিন্ময় দাস সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সরব হয়েছেন একাধিকাবার। তিনি বার্তাও দিয়েছেন। সেজন্য মহম্মদ ইউনুসের সরকার ওই সন্ন্যাসীকে ভয় পাচ্ছে।

গত সোমবার ঢাকা থেকে চট্টগ্রামে আসার সময় চিন্ময় দাসকে আটক করা হয়। সাদা পোশাকের কয়েকজন তাঁকে গ্রেফতার করা হয়। ইসকনের সহ-সভাপতি রাধারমণ দাস জানান, চিন্ময় দাসকে কোনও কারণ না দেখিয়ে জোর করে ভ্যানে তুলে দেওয়া হয়। চিন্ময় দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছে বাংলাদেশ পুলিশ। #Short News

আরো পড়ুন:এবার মহাসমুদ্রে ডুব দিয়ে এলিয়েন খুঁজবে নাসা, কিভাবে? জানতে হলে পড়ুন

আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন