Bangla News Dunia, দীনেশ দেব :- চীনের সাথে সীমা বিবাদের পর থেকেই ভারত সরকারের তরফ থেকে চীনের বিভিন্ন মোবাইল এপ্লিকেশন ব্যান করে দেওয়া হয়। এমনকি চীনের বিভিন্ন কোম্পানির টেন্ডার ও বাতিল করে দেওয়া হয়।
এবার ভারত সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী মোদীর উদ্যোগে দেশেই প্লাষ্টিক খেলনার উৎপাদন করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদির উদ্যোগে মন্ত্রীসভা ও বিভিন্ন উচ্চ পদস্থ অফিসারের গুরুত্বপূর্ণ বৈঠক হয়। আর তার সাথে দেশে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানির পরিকল্পনা ও করা হয়।
ভারতের তরফ থেকে চীনের সাথে হওয়া সংঘাতের পরে ভারত চীনের সাথে সমস্ত ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার বন্দোবস্ত করে। ভারতের বাজারে চীনের খেলনা বিরাট অংশ দখল করে রয়েছে যা প্রায় ৭০ শতাংশ। আর এবার ভারত চীনের অর্থনীতিতে ধাক্কা দিতে শুরু করেছে।
ভারতের তরফ থেকে চীনা পণ্য বর্জনের পর ভারত অর্থনির্ভর হবার চেষ্টা করছে। ভারত সরকারের তরফ থেকে চীনা পণ্যের অধিক অংশ আমদানির উপরেই আঘাত হানতে চলেছে।
প্রধানমন্ত্রী মোদী এই খেলনা উৎপাদনে দেশের যুব সমাজকে আগে আসার আহবান জানিয়েছে। আর এই প্লাষ্টিক খেলনা শুধু দেশে নয় বিদেশেও রপ্তানির পরিকল্পনা হচ্ছে।
————————————————————————-
BUMPER OFFER
আপনার ব্যবসার জন্য ওয়েবসাইট বানাতে চাইলে এভিলো ডিজিটাল মার্কেটিং দিচ্ছে বিরাট অফার। আপনি কি ব্যবসার জন্য ওয়েবসাইট বানাতে চান ? এই সংস্থা আপনার ব্যবসার জন্য সম্পূর্ণ বিনামূল্যে ওয়েবসাইট বানিয়ে দেবার উদ্যোগ নিয়েছে। তাই আজই যোগাযোগ করুন।
আপনি আপনার ব্যবসার জন্য ওয়েবসাইট বানাতে চাইলে বা ডিজিটাল মার্কেটিং অথাৎ অনলাইনে আপনার ব্যাবসার প্রচার করাতে চাইলে।
এভিলো ডিজিটাল মার্কেটিং ( Avilo Digital Marketing ) সংস্থার সাথে যোগাযোগ করতে পারেন। যেখান থেকে আপনি আপনার ব্যবসার জন্য খুবই কম খরচে ডিজিটাল মার্কেটিং করাতে পারবেন। এছাড়া ও সমস্ত প্রকার ডিজিটাল সুবিধা নিতে পারবেন।
যোগাযোগ :- 8967491470
ই-মেইল :- [email protected]
ওয়েবসাইট :- avilodm.co
আপনি যদি আপনার ব্যবসাকে কি ভাবে অনলাইনে নিয়ে যাবেন বা ব্যবসাকে বড় করবেন অথাৎ ব্যবসার প্রসার ঘটাবেন তা জানতে চান তবে , সময় নষ্ট না করে এখুনি এভিলো ডিজিটাল মার্কেটিং সংস্থার সাথে যোগাযোগ করুন। তার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। সম্পূর্ণ ফ্রীতে আপনি এই সার্ভিসটি পাবেন।
————————————————————————-
Highlights:-
১. চীনকে এবার বিরাট ব্যবসায়িক ঝটকা দিলো ভারত।
২. খেলনা উৎপাদনে দেশের যুব সমাজকে আহবান প্রধানমন্ত্রীর।
৩. ভারতের প্রায় ৭০ শতাংশ খেলনা বাজার চীনের দখলে।
#banglanews #business #banglanewsdunia #pmmodi