চীনদেশের অ্যাপ ব্যবহার করা থেকে সাবধান হয়ে যান , চরম অঘটন হতে পারে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস :- কোবিদ-১৯ যবে থেকে সারা দেশে ছড়িয়েছে তবে থেকে চাইনা সম্বন্ধে প্রায় পৃথিবীর সবকটি দেশের এক মোট যে এই মরণ রোগ তাদের দেশ থেকেই শুরু হয়েছে এবং আর পেছনে তাদের কিছু উদেশ্য রয়েছে ।

তার পর তারা শুরু করলো ভারতের সাথে যুদ্ধ । অতর্কিত হামলায় আমাদের ২০ জন বীর শহীদ হলেন । আর আর পর থেকেই সারা দেশ জুড়ে একটাই স্লোগান চায়নার কোনো জিনিস আর বেবহার করা তো দূর এই দেশে আমদানি করা যাবে না ।

জিনিস নাহয় আমদানি বন্ড করলেই হবে কিন্তু যে অ্যাপ গুলো আমরা ব্যবহার করছি সেগুলি কি করে বন্ধ হবে । এই গুলো আমাদের কেই দায়িত্ব নিয়ে ডিলিট করতে হবে । আর নিয়ে ইতিমধ্যে গোয়েন্দা দফতর থেকেও হুঁশিয়ার করা হয়েছে ।

চিনা অ্যাপ ব্যবহারে তথ্য লোপাটের আশঙ্কা রয়েছে, ভারতীয় গোয়েন্দাদের নজরে ৫২ টি চিনা অ্যাপ গোয়েন্দাদের নজরে রয়েছে টিকটক, বিগো লাইভ-এর মত তুমুল জনপ্রিয় চিনা অ্যাপ। ফাইল শেয়ার করতে গেলেও বিপদ! কাজেই সাবধান থাকুন শেয়ার ইট, জেন্ডার অ্যাপ-এর মতো অ্যাপ থেকে।

ক্লাব ফ্যাক্টরি, ভিগো ভিডিও, উই চ্যাট থেকেও সাবধান । গোয়েন্দাদের নজরে রয়েছে বেশ কয়েকটি বিউটি অ্যাপও যেমন বিউটি প্লাস, ফোটো ওয়ান্ডার, সেলফি সিটি । ইউক্যাম মেকআপ, ওয়ান্ডার ক্যামেরা থেকেও সাবধান থাকুন।

Highlights

১. চীনা অ্যাপ ব্যবহার করা থেকে সাবধান হয়ে যান 

২. ইতিমধ্যে গোয়েন্দা দফতর থেকেও হুঁশিয়ার করা হয়েছে 

৩. চিনা অ্যাপ ব্যবহারে তথ্য লোপাটের আশঙ্কা রয়েছে, ভারতীয় গোয়েন্দাদের নজরে ৫২ টি চিনা অ্যাপ গোয়েন্দাদের নজরে রয়েছে

#ChinieseApp  #Datasecurity 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন