চীনা নাগরিকদের কাছে ও সমান জনপ্রিয় মোদী , চাঞ্চল্য কর তথ্য চীনা মিডিয়ায়

By Bangla news dunia Desk

Updated on:

Bangla News Dunia, অজয় দাস :- বর্তমানে ভারত ও চীনের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। কিন্তু তার জন্য চীনা নাগরিকদের কাছে একটুকুও জনপ্রিয়তা হ্রাস পায়নি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এমনই তথ্য উঠে এসেছে চীনের জাতীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের একটি সমীক্ষায়।

বর্তমান সময়ে যতই ভারত ও চীনের মধ্যে উত্তেজনা থাকুক না কেনো চীনা নাগরিকদের কাছে এখনো সমান জনপ্রিয় প্রধানমন্ত্রী মোদী। তার কারণ হিসাবে মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী মোদির পোক্ত প্রশাসনিক ক্ষমতা। এছাড়াও প্রধানমন্ত্রীর বিদেশ নীতি ও এর একটি কারণ হতে পারে। এছাড়াও চীনা নাগরিকদের চীনের কমিউনিস্ট সরকারের প্রতি ক্ষোভকে ও ধরা হচ্ছে।

চীনের সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের সমীক্ষায় উঠে এসেছে চীনের ৫০ শতাংশ নাগরিক চীনা সরকারের থেকে ভারতের প্রধানমন্ত্রী মোদিকে বেশি পছন্দ করেন। আর বাকি ৫০ শতাংশ অবশই চীনের সরকারের উপর আস্থা রেখেছেন।

এই সমীক্ষায় আরো উঠে এসেছে ৩০ শতাংশ নাগরিক মনে করেন ভবিষ্যতে আবার ভারত ও চীনের মধ্যে সম্পর্ক ভালো হয়ে যাবে। আর ৭০ শতাংশ নাগরিক মনে করেন চীন ও ভারতের মধ্যে যে বিরোধিতা তৈরি হয়েছে তা সহজে মিটবে না।

pm modi

এই দিকে চীনের কোম্পানি আলিবাবা জানিয়েছে যে তারা আগামী ছয় মাসে ভারতে কোনো কোম্পানিতে অর্থ বিনিয়োগ করবেন। কারণ হিসাবে বলা হয়েছে বর্তমান ভারত ও চীনের খারাপ হওয়া সম্পর্ক।

তবে চীন ভারতের থেকে আরো একটি ঝটকা পেতে চলেছে। মূলত চীনের আরেক প্রতিবেশী দেশ ভিয়েতনাম ভারত ও রাশিয়ার যৌথ ভাবে তৈরি মিসাইল ” ব্রমস ” কেনার কথা বলেছে। ভারতের থেকে এই মিসাইল কিনতে তারা আগ্রহী।

Highlights:- 

১. চীনের ৫০ শতাংশ নাগরিকের কাছে জনপ্রিয় প্রধানমন্ত্রী মোদী। 

২. আগামী ৬ মাস ভারতে কোনো বিনিয়োগ করবে না আলিবাবা। 

৩. ভারতের তৈরি ব্রমস মিসাইল কিনতে আগ্রহী ভিয়েতনাম। 

#banglanews #globalnews #india #china 

Bangla news dunia Desk

মন্তব্য করুন