Bangla News Dunia, জয় রায় :- প্রথম থেকেই চীনের উপর সন্দেহ প্রকাশ করেছিল সারা বিশ্ব। এবার অসন্তোষ প্রকাশ করতে শুরু করেছে সারা বিশ্বের তাবড় তাবড় দেশ। আমেরিকার পাশে চীনের বিরুদ্ধে দাঁড়িয়েছে জার্মানি। এখন গোটা বিশ্বই চীনের উপর ক্ষোভ উগরে দিচ্ছে। তার কারণ হচ্ছে একাধিক রিপোর্টে উঠে আসা তথ্য। যাতে একসুরে বলা হয়েছে এই ভাইরাস চীনের উহান প্রদেশের ভাইরাস ব্যাঙ্ক থেকেই কোনো ভাবে লিক হয়েছে।
ব্রিটিনের গোয়েন্দা সংস্থার তরফ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে এই ভাইরাস চীনের উহান প্রদেশর ভাইরাস ব্যাঙ্ক থেকেই ছড়িয়েছে। তারা আশঙ্কা করেছেন যে চীনের সি ফুড মার্কেট থেকে এই ভাইরাস প্রথম ছড়ায়নি। ব্রিটিনের গোয়েন্দা সংস্থা দাবি করেন যে উহানের ভাইরোলজি ল্যাবে বাদুড়ের উপর করোনা ভাইরাস টেস্ট করছিলেন বিজ্ঞানীরা যা কোনো প্রকার অসাবধানীর ফলে লিক হয়ে যায়। তার ফলেই এই ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পরে।
এর আগে ও বহুবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার চীনের দিকে অভিযোগের তীর ছুড়ে দিয়েছেন। এমনকি তিনি এই ভাইরাসকে চীনা ভাইরাস বলেও আখ্যা দিয়েছেন। মার্কিন গোয়েন্দা সংস্থার মতে প্রথম এই ভাইরাসে আক্রান্ত ব্যাক্তি উহান প্রদেশের সি ফুড মার্কেটের কোনো বিক্রেতা ছিলেননা। যেই ব্যাক্তি প্রথম এই ভাইরাসে আক্রান্ত হন তিনি ওই ল্যাবের একজন ইনটার্ন ছিলেন। তার থেকেই এই ভাইরাস ওই মার্কেটে ছড়িয়ে পরে।
আরো পড়ুন :- টিকাকরণ বন্ধ হওয়ায় ভোগান্তিতে শিশুরা
এছাড়াও বিভিন্ন সংস্থা দাবি করে যে , যারাই চিনে প্রথম এই ভাইরাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা উধাও হয়ে গেছেন বা কোনো কারণে মারা গেছেন। বিভিন্ন সংস্থার দাবি এই ভাইরাস যেই দেশেই প্রবেশ করছে তা সারা দেশে ছড়িয়ে পড়ছে তবে এই ভাইরাস চীনের দুটি বড়ো শহর বেজিং ও সাংহাই প্রদেশে কেনো প্রবেশ করলোনা। এছাড়া চীনের কোনো বড়ো নেতা , অভিনেতা বা ক্রিয়া জগতের কোনো ব্যাক্তি এই ভাইরাসে আক্রান্ত কেনো হলো না। অপর দিকে ব্রিটিনের প্রধানমন্ত্রী বরিস জনসন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আরো পড়ুন :- বিশ্ব স্বাস্থ্য সংস্থা রমজান মাসের জন্য নিয়মাবলী জানালো সব দেশকে