কেন চীনের পণ্য কেনায় নিজের এক অধিকারীকে মৃত্যুদণ্ড দিলেন কিম !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ দেব :- উত্তর কোরিয়া কিম জং উন এর দেশ। উত্তর কোরিয়ার ৮০ শতাংশ ব্যবসাই চীনের সাথে হয়ে থাকে। কারণ উত্তর কোরিয়ার সাথে বিশ্বের বিভিন্ন দেশের কোনো সম্পর্ক নেই। শুধু চীনের সাথেই উত্তর কোরিয়ার ভালো সম্পর্ক রয়েছে।

কিম উত্তর কোরিয়ায় তার একটি ড্রিম প্রজেক্ট করতে চলেছে। আর তা হলো একটি বিশাল হাসপাতাল। সেই হাসপাতাল তৈরির জন্য ইউরোপ থেকে বিভিন্ন উন্নতমানের সরঞ্জাম কেনার আদেশ দেয় কিম। কিন্তু সেখানকার বিদেশ মন্ত্রালয়ের এক আধিকারিক চীনের থেকে কিছু পরিমান মেডিকেল যন্ত্রাংশ ক্রয় করে। আর তাতেই তাকে মৃত্যুদণ্ড দেয় কিম।

আরো পড়ুন :- বেশির ভাগ ছেলেরা একা থাকতে চায় ! কেন ?

মূলত কিম তার ড্রিম প্রজেক্টের জন্য চীনের তৈরী সামান্য মানের পণ্য ক্রয় করতে চায় না। কারণ কিমের দাবি চীনা পণ্য বেশিদিন টেকসই হয় না। কারণ কিছু দিন পরেই চীনের এই পণ্য খারাপ হয়ে যাবে। তাই কিম এই হসপিটালের জন্য কোনো সামগ্রী চীন থেকে কিনতে রাজি নয়।

চীনের পরম বন্ধু কিমের এই রকম ভাবনা প্রমান করে যে চীনের পণ্য সত্যই খারাপ হয়ে থাকে। এর আগেও করোনা কালে চীন থেকে সারা বিশ্বে সাপ্লাই করা মেডিকেল পণ্য খারাপ বেরিয়েছিল। যা বিভিন্ন দেশ চীনকে ফেরত পাঠিয়ে দেয়। এছাড়া কোটি কোটি টাকা দিয়ে চীনা ভ্যাকসিন নিয়ে দেশের নাগরিকদের বিপদে ফেলেছে তুর্কি। সেখানের মানুষকে চীনা ভ্যাকসিন লাগাবার পরেও বর্তমানে দৈনিক ৪০ হাজার করে মানুষ আক্রান্ত হচ্ছেন তুর্কিতে।

আরো পড়ুন :- করোনা কালে শরীরের ইমিউনিটি বাড়াতে কি করা উচিত জানালো WHO

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- ( বাংলা নিউজ দুনিয়া ) বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- কি করে বুঝবেন আপনার উপসর্গহীন করোনা হয়েছে কি না ?

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন