Bangla News Dunia, সমরেশ দাস :- ভারত-চিন সংঘর্ষের ফলে দেশে নিষিদ্ধ হয়েছে ৫৯টি চিনা অ্যাপ ৷ কয়েকদিন কাটতে না কাটতে জানা গেল যে অ্যাপ PUBG ব্যানের ডাক দিয়েছে পাকিস্তানও ৷ সাময়িকভাবে এই অ্যাপ নিজেদের দেশে বন্ধ করা সিদ্ধান্ত নিল পাক সরকার ৷ পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি বুধবার জানায় যে সমাজের বিভিন্ন স্তর থেকে এই অ্যাপ নিয়ে তাদের কাছে অভিযোগ আসছে ৷ তাই আপাতত পাকিস্তানে বন্ধ হচ্ছে জনপ্রিয় গেমিং অ্যাপ PUBG ৷
শুধু পাকিস্তান নয় , PUBG নিয়ে অশান্তি ও তার ফলে আত্মহননের ঘটনা ও বন্ধু বন্ধু কে আঘাত করার ঘটনা কলকাতাতেও হয়েছে । তাই এই খেলা এর আগেও বন্ড করার আবেদন জানানো হয়েছে ।
এর পিছনে যে যুক্তি উঠে আসছে তা হল, PUBG অত্যন্ত আসক্তির এবং এতে প্রচুর সময় নষ্ট হয় ৷ শরীর ও মনের ওপর নেতিবাচক প্রভাব পড়ে ৷ ছোটদের মানসিক সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে এই গেমিং অ্যাপ ৷ ফলে এর থেকে মুক্তি পেতেই এই সিদ্ধান্ত ৷ সরকারিভাবে এটাই জাননো হয়েছে ৷ কারণ এই মর্মে বহুদিন যাবৎ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জমা পড়ছে ৷ শেষ পর্যন্ত তারা এই নিয়ে পদক্ষেপ নিল ৷
এমনকি PUBG-র ফলে অনেক আত্মহত্যার ঘটনাও ঘটেছে পকিস্তানে৷ সম্প্রতি ১৬ বছরের এক কিশোরের আত্মহত্যার পর নড়েচড়ে বসে প্রশাসন৷ পাকিস্তানের সংবাদপত্র ডনের খবর, গেমে হেরে নিজেকে শেষ করেছিল ওই কিশোর ৷ এই নিয়ে লাহোর আদালতে মামলাও শুরু হয়েছে ৷
যদিও সাধারণের কাছে এই নিয়ে মতামত জানতে চেয়েছে PTA৷ ১০ তারিখের মধ্য মতামত জানানো সময় চাওয়া হয়েছে ৷ অ্যাপ পুরোপুরি বন্ধ হবে, নাকি আবার তা ফেরানো হবে নির্ভর করছে জনসাধারণের মতের ওপরও ৷
Highlights
১. ভারত-চিন সংঘর্ষের ফলে দেশে নিষিদ্ধ হয়েছে ৫৯টি চিনা অ্যাপ
২. কয়েকদিন কাটতে না কাটতে জানা গেল যে অ্যাপ PUBG ব্যানের ডাক দিয়েছে পাকিস্তানও
৩. PUBG বন্ধর পিছনে যে যুক্তি উঠে আসছে তা হল, PUBG অত্যন্ত আসক্তির এবং এতে প্রচুর সময় নষ্ট হয়
#PUBG #Pakistan #ChinaApp