চীনের বিরুদ্ধে বড়ো পদক্ষেপ নেওয়ার ডাক মোদীর !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- চীনের বিরুদ্ধে বড়ো পদক্ষেপ নেওয়ার ডাক মোদীর ! ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও  ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটি ফেডরিকশন একটি বিশেষ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছিলেন। সেখানে নানা বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়। প্রধানমন্ত্রী মোদী ভারত এবং ডেনমার্কের সম্পর্ক মজবুত করা ছাড়াও দুই দেশের সম্পর্ককে উচ্চতায় নিয়ে যান।

৫ই এপ্রিলের জন্য প্রধানমন্ত্রীর বার্তা

উলেখ্য চীনের নাম না করেই চীনা কমিউনিস্ট জিনপিং সরকারকে কোণঠাসা করে প্রধানমন্ত্রী মোদী বলেন, আমরা আত্ম নির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে অনেকটাই এগিয়ে চলেছি। এটাও আমাদের একটি বড়ো লক্ষ ভারতের ক্ষমতা সমগ্ৰ বিশ্বে যাতে ছড়িয়ে পড়ে এবং গোটা বিশ্বের উন্নয়ন ও প্রগতির কাজে লাগাতে পারে। তিনি আরো বলেন ভারতকে বিশ্বের দরবারে উচ্চতায় তুলে ধরার জন্য আমরা সবরকম প্রচেষ্টা চালাচ্ছি। তিনি এটাও আস্বস্ত করেন ভারতে বিনিয়োগ করা কোম্পানিদের সাফল্য আসবে।

মোদী এই দিন নাম না করেই চীনকে কটাক্ষ করে বলেন, মহামারী করোনা ভাইরাসের প্রভাব আমাদের এটা বুঝিয়ে দিয়েছে যে এক দেশের উপর অত‍্যাধিক নির্ভর করে থাকা কতটা বিপদের। তিনি এটাও বলেন ভারত , জাপান এবং অস্ট্রেলিয়ার সঙ্গে মিলিত ভাবে সাপ্লাই চেনের সাম‍্যতা বজায় রাখছে।  আমাদের সঙ্গে অন্য ছোট দেশও জোট বাঁধতে পারে।

আরো পড়ুন :- রাষ্ট্রসঙ্ঘের অধিবেশনে দমদার বক্তব্য দিলেন মোদী !

তিনি এই দিন জানান ভারত এবং ডেনমার্কের এই ভার্চুয়াল বৈঠক  আন্তর্জাতিক স্তরেও দুই দেশের সম্পর্কে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। এছাড়াও সম্প্রতি ডেনমার্কের প্রধানমন্ত্রীর শুভ বিবাহ সম্পন্ন হওয়ায় তাকে অভিনন্দনও জানান মোদী। পাশাপাশি করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তাকে স্বপরিবারে ভারতে আমন্ত্রণও জানান।

Highlights

1. চীনের বিরুদ্ধে বড়ো পদক্ষেপ নেওয়ার ডাক মোদীর ! 

2. নরেন্দ্র মোদী ও  ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটি ফেডরিকশন একটি বিশেষ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছিলেন

#MODI #DENMARK #MEETING #CHINA

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন