চীনের বিরুদ্ধে লাদাখে প্রস্তুত ভারতীয় সেনা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia : S. Datta Roy –   বেশ কিছুদিন ধরেই লাদাখ সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্যে চাপা উত্তেজনা চলছে। এক সংবাদ সংস্থা এএনআই জানায় -চীন যুদ্ধ বিমানের ১ টি  বহর তৈরী করে রেখেছে গারগুনসা এবং হোতান বায়ুসেনা ঘাঁটিতে। প্রায়ই ভারতের এলাকার খুব কাছে  উড়তে দেখা যায়। ঐখানেই দূরবুক গ্রাম অবস্থিত।

 

India -Chayna Border

 

জানা যায় -লাদাখের গালওয়াল অঞ্চলে ভারতের ভূখণ্ডে চীনের সেনাবাহিনী কিছুটা ঢুকেছে। এমত অবস্থায় দুই দেশই তাদের সেনাবাহিনীর সংখ্যা বাড়িয়েছে। অতিরিক্ত কিছু সামরিক জিনিসপত্রও রাখা হয়েছে। এর আগেরবার ডোকলামে ৭২ দিন স্ট্যান্ড অফ চলেছিল। ইতিমধ্যেই দুই দেশ আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যা সমাধান করতে চাইছে। চীন সেনা যেখান দিয়ে ঢুকেছে সেখানে কোনো সীমানা নেই। মানে ভারতীয় ভূখণ্ড ঠিক  পর্যন্ত বা চীনের এলাকা কোথা থেকে শুরু সেটা ঠিক বোঝা যায় না।

এর  সঙ্গে আছে এলএসি সংলগ্ল অঞ্চলে নিজেদের আধিপত্য বজায় রাখার চেষ্টা। লাদাখের দূরবুক থেকে দৌলতবেগ ওল্ডি অবদি একটি ব্রিজ বানানো হয়েছে যেটা বাস্তবিক ভারতের সীমানার মধ্যেই অবস্থিত। তথ্যানুসারে -ভারতীয় সেনাবাহিনী পরিস্থিতি সামলানোর জন্য রেডি আছে। যেহেতু ভারত শান্তিপ্রয় দেশ তাই আলোচনার মধ্যে দিয়েই সমস্যা মেটাতে চাইছে।

Highlights

১.  চীন যুদ্ধ বিমানের ১ টি  বহর তৈরী করে রেখেছে গারগুনসা এবং হোতান বায়ুসেনা ঘাঁটিতে। 

২.  চীন সেনা যেখান দিয়ে ঢুকেছে সেখানে কোনো সীমানা নেই।

৩.  ভারতীয় সেনাবাহিনী পরিস্থিতি সামলানোর জন্য রেডি আছে। 

 

#   লাদাখ সীমান্ত    #  ভারত    #  চীন 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন