চীনের ভুটান দখলের পরিকল্পনা ভেস্তে দিতে , ভুটানের সেনা প্রধানকে ফোন ভারতের সেনা প্রধানের

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , দীনেশ দেব :- কয়েকদিন আগেই খবর আসে চীন ভুটানের সীমানার ভুটানের এলাকায় একটি গ্রাম তৈরী করেছে। ফলে এই গ্রামের মাধ্যমেই চীন আসতে আসতে ভুটানের বিস্তীর্ণ অঞ্চল দখল করতে চলেছে। এমন পরিস্থিতিতে নিজেদের চিন্তা জাহির করেছে ভুটান।

ভুটানের বিস্তীর্ণ অঞ্চল দখলের মাধ্যমে ভারতের অরুণাচল দখলের চেষ্টা করবে চীন এটা ভারতীয় সেনা ভালো ভাবেই জানে। এবার চীনের এই ভুটান দখলের পরিকল্পনা ভেস্তে দিতে ভুটানের সেনা প্রধানকে ফোন করলেন ভারতের সেনা প্রধান। যাতে করে নিজেদের মধ্যে পরিকল্পনা করে চীনকে আটকানো যায়।

ভুটান আগেই নিজের সুরক্ষার জন্য ভারতের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। ভুটানের উপর কোনো দেশ হামলা করলে ভুটানের সুরক্ষা করবে ভারত। ফলে ভারতের একটা দায়িত্ব থেকেই যায়। যার ফলে ভারতীয় সেনা ভুটানের বিভিন্ন স্থানে সুরক্ষা প্রদান করে থাকে।

আরো পড়ুন :- মুসলিম বিশ্বকে এক করে ” আর্মি অফ ইসলাম ” গড়ার পথে তুর্কির রাষ্ট্রপতি এরদোয়ান

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- ব্রহ্মস মিসাইল নিয়ে বিরাট সফলতা পেলো DRDO , ভারত চাইলে নোট ছাপতে পারবে !

Bangla news dunia Desk

মন্তব্য করুন