চীনের সাথে মোকাবিলা করতে আমেরিকা দক্ষিণ এশিয়ায় সেনাবাহিনী মোতায়েন করতে পারে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia,  S. Datta Roy :-   চীন আগ্রাসন বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রেরও চিন্তার কারণ হয়েছে। সম্প্রতি লাদাখের গালওয়ান উপত্যকায় ঘটে যাওয়া ভারত -চীন সংঘর্ষকে ভালো ভাবে নিতে পারেনি আমেরিকা। এই সংঘাতের পরেই এশিয়ার দেশগুলোতে নিজেদের সেনাবাহিনী প্রস্তুত করে রাখতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র।

USA

এরই ফলস্বরূপ ইউরোপের দেশ গুলো থেকে মার্কিন সেনাবাহিনীর সংখ্যা কমছে। চীনের এই আগ্রাসী মনোভাবকে মেনে নিতে পারছে না আমেরিকা। বৃহস্পতিবার ব্রাসেলসের একটি বৈঠকে আমেরিকার বিদেশ সচিব মাইক পম্পেও জানান – ভারত ,ইন্দোনেশিয়া ,মালয়েশিয়া ,ফিলিপিন্সের মতো এশিয়ার দেশগুলির ওপর চীন যেরকম রনংদেহী মনোভাব পোষণ করছে তা যথেষ্টই উদ্বেগের।

USA Army

ইউরোপ থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার কারণ হিসেবে আমেরিকার বিদেশ সচিব জানান -যেখানে বেশি দরকার সেখানেই সেনা মোতায়েন করা হচ্ছে। তিনি আরও বলেন যে -শুধু ভারতই নয় ইন্দোনেশিয়া ,মালয়েশিয়া ,ফিলিপিন্সও চীনের আগ্রাসনের মুখে। দক্ষিণ চীন সাগরে চীনের অতিরিক্ত তৎপরতা নিয়েও তিনি বিরক্ত। ভারতের সঙ্গে সীমান্ত সংঘর্ষের জন্য চীন সেনার সমালোচনাও করেন তিনি।

Highlights

১.  ভারত -চীন সংঘর্ষকে ভালো ভাবে নিতে পারেনি আমেরিকা।

২.  ভারত সহ ইন্দোনেশিয়া ,মালয়েশিয়া ,ফিলিপিন্সের মতো এশিয়ার দেশগুলির ওপর চীনা আগ্রাসন বর্তমান। 

৩.  তাই দক্ষিণ এশিয়ায় সেনাবাহিনী মোতায়েন করতে পারে আমেরিকা। 

চীনা আগ্রাসন   #  মার্কিন সেনা    #  এশিয়া 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন