চীনের হাতে ১০ জন ভারতীয় সেনার আটকের বিষয়টি বিস্তারিত জানুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia : S. Datta Roy –   ৩ দফার বৈঠকের পর চীনের হাতে আটক ১০ জন ভারতীয় সেনা এবং ৪ জন অফিসার মুক্তি পেলেন। সূত্রের কবর অনুযায়ী -বৃহস্পতিবার ২ পক্ষের আলোচনা হওয়ার পরে বিকেল ৫ টা নাগাদ এই ১০ জন ভারতীয় সেনাকে মুক্তি দেয় চীন।

এ প্রসঙ্গে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান জানান – ‘ এই মুহূর্তে চীনের হাতে কোনো ভারতীয় সেনা আটক নেই। চীন ও ভারত কূটনৈতিক ও সেনাস্তরে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করছে।  পরিস্থিতিতে কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা স্পষ্ট। আশা করি ভারত চীনের সঙ্গে মিলে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবে। ‘

সংবাদ মাধ্যম সূত্রে খবর -যে ১০ জন সেনা চীনের হাতে আটক হয়েছিল তাদের মধ্যে ১ জন লেফটেন্যান্ট জেনারেল ও ৩ জন মেজর জেনারেল। সোমবার রাতের সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যুর পর ভারত ও চীন ৩ দফায় আলোচনায় বসে। ভারতের এক সেনা আধিকারিক জানান  -ভারত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।

ভারতীয় বায়ুসেনা প্রধান আরকেএস ভাদোরিয়া ২ দিনের জন্য শ্রীনগর ও লেহ সফরে যান। সেনা সূত্রে জানা যায় -লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় বায়ুসেনার প্রস্তুতি দেখতে গিয়েছিলেন তিনি। পূর্ব লাদাখে মার্কিন আপাচে হেলিকপ্টার রাখা হয়েছে।

Highlights

১.  ১০ জন ভারতীয় সেনা চীনের হাতে আটক হয়।

২.  তিন দফা আলোচনার পর ভারতীয় সেনা মুক্তি পায়।

৩.  ভারতের এক সেনা আধিকারিক জানান  -ভারত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।

ভারতীয় সেনা    #  চীন  

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন