Bangla News Dunia, S. Datta Roy – লাদাখে ভারত -চীনের সীমান্ত সমস্যা এখনো পুরোপুরি মেটেনি। এই অবস্থাতেই ভুটানের কিছু অংশ নিজের বলে দাবি করে বেজিং ,এখন রাশিয়ার ভ্লাদিভোস্টক শহর নিজেদের বলে দাবি করছে চীন। বলাই বাহুল্য যে – এই বিষয়টিকে ভালো ভাবে দেখছে না মস্কো। চীনের রুশ দূতাবাস -গত শুক্রবার ভ্লাদিভোস্টক শহরের ১৬০ তম বর্ষপূর্তিতে চিনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট উইবো -তে অনুষ্ঠানের ভিডিও পোস্ট করে।
আর তা নিয়েই আপত্তি করে চীন। চীন কূটনীতিকদের বক্তব্য – ভ্লাদিভোস্টক শহরের আদি নাম ছিল হাইসেনওয়াই। কুইং সাম্রাজ্যের সময়ে এই শহরটি চীনের অংশ ছিল। তারপর ২ য় আফিম যুদ্ধে চীনের পরাজয়ের পর ১৮৬০ সালে ভ্লাদিভোস্টক শহর রাশিয়া নিয়ে নেয়। তাদের বক্তব্য -অসমান বেইজিং চুক্তির ফলে চীনের ওই শহরটি রাশিয়ার দখলে চলে যায়। এটা সকলেই জানে যে – বেজিংয়ের অনুমতি ছাড়া কোনো চীনা কূটনীতিক নিজের নাম পর্যন্ত বলে না।
সূত্রের খবর অনুসারে -ভারতের সঙ্গে সংঘর্ষের পর মস্কো অস্ত্রের যোগান দিচ্ছে দিল্লিকে ,আর এটাই চীনের চিন্তার কারণ। তাই হাইসেনওয়াই -এর প্রসঙ্গ তুলে মস্কোর ওপর চাপ সৃষ্টি করতে চাইছে চীন।
Highlights
১. রাশিয়ার ভ্লাদিভোস্টক শহর নিজেদের বলে দাবি করছে চীন।
২. অসমান বেইজিং চুক্তির ফলে চীনের ওই শহরটি রাশিয়ার দখলে চলে যায়।
৩. ভ্লাদিভোস্টক শহরের আদি নাম ছিল হাইসেনওয়াই।
# চীন # রাশিয়া # ভ্লাদিভোস্টক শহর