Bangla News Dunia , দীনেশ দেব :- একদিকে ইসরায়েল ও প্যালেস্টাইনের আতঙ্কবাদী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধ চলছে অপর দিলে চীন ও অস্ট্রেলিয়ার মধ্যে পারদ চড়তে শুরু করেছে। অস্ট্রেলিয়া পৃথিবীর এমন স্থানে অবস্থিত যেখানে অস্ট্রেলিয়ার আসে পাশে তেমন কোনো দেশ নেই যার সাথে অস্ট্রেলিয়ার বিবাদ হতে পারে। অস্ট্রেলিয়া নিজেই এক মহাদেশ বলা যেতে পারে।
তবে বিগত কয়েক বছর ধরে চীনের সাথে অস্ট্রেলিয়ার বিবাদ সৃষ্টি হয়েছে। চীনের থেকে অস্ট্রেলিয়ার দূরত্ব প্রায় সাড়ে সাত হাজার কিলোমিটার। অথাৎ কোনো মানুষ যদি চীন থেকে প্লেনে করে অস্ট্রেলিয়া যেতে চায় তবে তার সময় লাগবে প্রায় ১১ ঘন্টা। এবার প্লেনে যাবার সময় দেখেই আপনি বুঝতে পারছেন যে এই দুই দেশের মধ্যে দূরত্ব কতটা।
আরো পড়ুন :- বাইডেন ইসরায়েলের হাত খুলে দিয়েছে , তার প্রমান পাওয়া গেলো UNSC বৈঠকে
কিন্তু এই বিশাল দূরত্ব থাকা সত্বেও চীন ও অস্ট্রেলিয়ার মধ্যে বিবাদ চরম আকার ধারণ করেছে। চীন সরকার নিজের বক্তব্য দুনিয়ার কাছে রাখতে তাদের সরকারি নিউজ মিডিয়া গ্লোবাল টাইমস ব্যবহার করে থাকে। আর এই গ্লোবাল টাইমস এর এডিট টুইটারে টুইট করে বলেন যে চীনের কাছে ডং ফেং মিসাইল আছে যা খুবই সহজে অস্ট্রেলিয়ার মাটিতে পৌঁছতে পারে। আর এই মিসাইলের সাহায্যে অস্ট্রেলিয়ার বিভিন্ন বড় বড় শহর নিমেষেই ধ্বংস করে দিতে পারে চীন। অথাৎ এক কথায় অস্ট্রেলিয়াকে ধমকি দিয়েছে চীন।
চীনের থেকে এই বয়ান আসার পরেই অস্ট্রেলিয়ার তরফ থেকে আমেরিকাকে পরিষ্কার ভাবে বার্তা দেওয়া হয় যে , আমেরিকা অস্ট্রেলিয়ায় নিজের ব্যালেস্টিক মিসাইল ও পরমাণু মিসাইল রাখুক। নয়তো অস্ট্রেলিয়া নিজেই ব্যালেস্টিক মিসাইল ও পরমাণু মিসাইল বানাবে। যাতে করে চীনের থেকে আশা মিসাইলের জবাব দেওয়া যায়।
অস্ট্রেলিয়ার এই বার্তার পরেই আমেরিকার তরফ থেকে বিদেশ মন্ত্রীর বয়ান আসে , সেখানে বলা হয় আমেরিকা চীনের বিরুদ্ধে লড়াইতে অস্ট্রেলিয়াকে একা ছাড়বে না। এমন ও খবর আসছে যে আমেরিকা অস্ট্রেলিয়ার কথা মেনে তৎকালীন পরিস্থিতিতে সেখানে কিছু ব্যালেস্টিক মিসাইল মজুত রাখতে পারে।
আরো পড়ুন :- পাকিস্তান মিডিয়ার দাবি ১০-১২ মিনিটের মধ্যে পাকিস্তান ইসরায়েলকে ধ্বংস করতে পারে !
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- ” সঙ্গম করতে যাবো ” পুলিশের কাছে ই-পাস চাইলেন এক ব্যাক্তি !