Bangla News Dunia, অজয় দাস :- চীন ও পাকিস্তান জোটের বিরুদ্ধে খোদ পাকিস্তানেই আন্দোলন শুরু হয়েছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে শুরু করে গিলগিট – বালুচিস্তানে পাকিস্তান ও চীনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে। এমনকি পাকিস্তানের ৭৩ তম স্বাধীনতা দিবসের দিন বালোচ , পাশতুন , সিন্ধ , কাশ্মীর , গিলগিট – বালোচ এর বিভিন্ন এলাকায় বিভিন্ন মুসলিম গোষ্ঠী এই স্বাধীনতা দিবসের দিন কালা দিবস পালন করার কথা ঘোষণা করেছে।
মূলত পাকিস্তান চীনের বহু আকাঙ্খিত প্রজেক্ট বেল্ট এন্ড রোড এর জন্য বহু এলাকা চীনের হাতে তুলে দিয়েছে। এছাড়াও গিলগিট – বালুচিস্তানের বহু জমি ওই রাস্তা বানাবার জন্য দখল করে নিয়েছে।
এছাড়া পাকিস্তান বালুচিস্তানের বিভিন্ন খনির খনন কাজ চীনের হাতে তুলে দিয়েছে। যার দরুন চীন ওই খনির মালিকে পরিণত হয়েছে। এছাড়া চীনের আকাঙ্খিত প্রজেক্ট হলো পাক অধিকৃত কাশ্মীরের ঝিলাম নদীর উপর বাঁধ। আর এর ফলেই ক্ষেপেছে কাশ্মীরের জনতা। এই করোনা কালেও চীন ও পাকিস্তানের বিরুদ্ধে রাস্তায় নেমেছে পাক অধিকৃত কাশ্মীরের জনতা।
এই দিকে দিনের পর দিন চীনের গোলাম হচ্ছে পাকিস্তান। এই চীনের দৌলতেই সৌদি আরবকে ১ বিলিয়ন ডলারের ঋণ শোধ করেছে পাকিস্তান। আর এর ফলেই চীনের বিরুদ্ধে কোনো কথা বলতে নারাজ পাকিস্তানের সরকার।