Bangla News Dunia ,পল্লব চক্রবর্তী :- করোনা ভাইরাস সংক্রমণের কারণে উৎপাদনের হাব চীন থেকে সরছে ব্যাবসা। প্রায় হাজার খানেক বিদেশী সংস্থা পাততাড়ি গোটাতে চলেছে সেখান থেকে। তারা বিভিন্ন স্তরে আলোচনা শুরু করেছে ভারতের সঙ্গে। এর মধ্যে ৩০০টি সংস্থা সরাসরি ভারতে আসার পরিকল্পনা করেই ফেলেছে। তার মধ্যে মোবাইল , ইলেকট্রনিক্স , টেক্সটাইল ও সিন্থেটিক ফেব্রিক্স উৎপাদক সংস্থা গুলি উল্লেখ যোগ্য। এমনই জানা গেছে বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে।
সেখানে এক সরকারি আধিকারিক সূত্রে জানা গেছে , এইসব সংস্থাগুলি ভারতকে উৎপাদন হাব হিসাবে দেখতে চাইছে। ইতিমধ্যেই সংস্থাগুলি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর , বিদেশে থাকা ভারতীয় মিশন ও সরকারের বিভিন্ন স্তরে আলোচনা চালাচ্ছে। ওই আধিকারিক বলেছেন করোনা দ্রুত নিয়ন্ত্রণে আসবে। তারপর ব্যাবসায়িক ক্ষেত্রে এর সুফল আসবে। আর ভারত হয়ে উঠতে চলেছে আগামীর শিল্প উৎপাদনের গন্তব্য। বিভিন্ন দেশ চীনের উপর নির্ভরশীল। সেক্ষেত্রে করোনা পরবর্তিতে ভারত সেই জায়গা নিতে পারে বলেই মনে করা হচ্ছে।
আরো পড়ুন :- রাজ্যের করোনা পরিস্থিতি দেখতে আসছে ২ টি কেন্দ্রীয় দল
উলেখ্য গত বছর সেপ্টেম্বরে উৎপাদন ক্ষেত্রকে চাঙ্গা করতে কেন্দ্রীয় অর্থমন্ত্রক কর্পোরেট ট্যাক্স কমিয়ে করেছিল ২৫.১৭ শতাংশ। নতুন বিনিয়োগ বা উৎপাদনকারীদের জন্য তা কমিয়ে করা হয় ১৭ শতাংশ। যা দক্ষিণ পূর্ব এশিয়াতে সবচেয়ে কম। ইতি মধ্যেই জাপান তাদের দেশের সংস্থা গুলিকে চীন ছাড়ার জন্য ২ বিলিয়ন ডলার আর্থিক সাহায্য ঘোষণা করেছে। ভারতের আশার আলো , আগামীদিনে অনেক দেশ সেই পথে হাটতে চলেছে। তাদের গন্তব্য ভারত হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ।
আরো পড়ুন :- টিকাকরণ বন্ধ হওয়ায় ভোগান্তিতে শিশুরা