জম্মু কাশ্মীরে প্রাণ হারালো ভারতীয় সেনা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia : S. Datta Roy –   জম্মু কাশ্মীর সীমান্তে পাকিস্থানি সেনাদের গুলিতে আবার প্রাণ হারালো ভারতীয় সেনা। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর -শনিবার গভীর রাতে পুঞ্চ জেলার শাহপুর কেরোনি এলাকায় পাকিস্থানি সেনাবাহিনীর আক্রমণে লুংগাম্বুই নামে একজন সেনাকর্মী মারা যায়। সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্থানি সেনারা গুলি চালাতে শুরু করলে আরও ২ জন ভারতীয় জওয়ান জখম হন। সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্থানি সেনারা গুলি চালাতে শুরু করলে ভারতীয় সেনারাও প্রতি উত্তর দেয়।

পুঞ্চ হসপিটালে পোস্টমর্টেমের পরে সেই সেনার দেহ আসামে তার বাড়িতে পাঠানো। হয় বাকি ২ জওয়ানের উধমপুর সেনা হসপিটালে চিকিৎসা চলছে। গত ৪ জুন পাকিস্থানি সেনার গুলিতে সুন্দরবনই অঞ্চলে প্রাণ হারিয়েছিলেন হাবিলদার। ১০ জুন সেই এলাকাতেই মৃত্যু হয় গুরুচরণ সিং -এর। সরকারি সূত্রে জানানো হয়েছে -এই বছরের ১০ জুন অবদি একতরফাভাবে জম্মু -কাশ্মীর সীমান্তে ২০২৭ বার সংঘর্ষ লঙ্গন করেছে পাকিস্থান। এতে কিছু সন্ত্রাসবাদীও নিহত হয়েছে। উন্নয়নের কাজের ফলে পাকিস্তানের কবল মুক্ত হয়ে পাকিস্থানের কাশ্মীরের অংশের মানুষ একদিন ভারতের অংশ নেবে।

corona

 

এদিকে শেষ ৩ দিনে বেজিংয়ে ৪৩ জনের কোবিদ পজিটিভ হয়েছে। সতর্কতার জন্য দেশের পর্যটন কেন্দ্র ও খেলাধুলা বন্ধ রাখা হয়েছে। যে বাজারে করোনা সংক্রমণ পাওয়া গিয়েছিলো তা পুরোপুরি ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ওই অঞ্চলটাই ঘিরে ফেলা হয়েছে। বর্তমানে চিনে ৮৩ জনের চিকিৎসা চলছে।

Highlights 

১.  পুঞ্চ জেলার শাহপুর কেরোনি এলাকায় পাকিস্থানি সেনাবাহিনীর আক্রমণে একজন ভারতীয়  সেনাকর্মী মারা যায়। 

২.  এই বছরের ১০ জুন অবদি একতরফাভাবে জম্মু -কাশ্মীর সীমান্তে ২০২৭ বার সংঘর্ষ লঙ্গন করেছে পাকিস্থান।

৩. শেষ ৩ দিনে বেজিংয়ে ৪৩ জনের কোবিদ পজিটিভ হয়েছে।

ভারত   #  পাকিস্থান   #  সীমান্ত সংঘর্ষ চীন   #  করোনা 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন