Bangla News Dunia , অমিত : গাজায় যুদ্ধ শুরু হয়েছে ইজরায়েল এবং প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের মধ্যে। তবে এই দুই যুযুধান দেশের ‘শত্রুতা’ বা লড়াই নতুন নয় ৷ সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে থেকেই চলছে দু’পক্ষের সংঘাত। আরবদের সঙ্গে ইহুদিদের জাতিগত শত্রুতার শুরু ইসলামের জন্মের আগে থেকেই। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট থেকে জানা যায়, ইজরায়েল অঞ্চল থেকে ইহুদিদের বিতাড়িত হতে হয়েছিল।
আরব ও ইহুদিদের এই সংঘাতের সূত্রপাত প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে। এই সময় ব্রিটিশ সরকারকে ইহুদি সম্প্রদায় অর্থসাহায্য করে। পরিবর্তে ইহুদি জায়োনিস্ট নেতারা তাঁদের আদিভূমির দাবি জানান। ১৯১৭ সালে ব্রিটেনের বিদেশ সচিব ব্যালফুর ব্রিটিশ ইহুদি নেতা রথসচাইল্ডের কাছে পত্র দ্বারা তুর্কির অটোমান সাম্রাজ্যের হাত থেকে ইজরায়েল উদ্ধার সম্ভব হলে তা ব্রিটেন ও আয়ারল্যান্ডের জায়োনিস্ট ফেডারেশনের হাতে তুলে দিতে বলেন।
আরো পড়ুন :- বিশ্বের সবচেয়ে পুরনো ধর্ম কোনটি ? কিভাবে বিস্তার হল ? জানুন অজানা তথ্য
ব্যালফুরের এই আশ্বাসকে ‘ঘোষণাপত্র’ হিসেবে ইহুদিরা গণ্য করে এবং যুদ্ধ শেষ হলে সেখানে বস্তি স্থাপনের আশা পোষণ করতে থাকে।বর্তমান ইজরায়েলে বসবাসরত ইহুদিরা বার বার বিভিন্ন শক্তির আক্রমণে বিধ্বস্ত হতে হতে সংখ্যালঘু হয়ে পড়েছিল। জায়োনিস্ট আন্দোলন তাদের মনেও নতুন আশার সঞ্চার ঘটায়। ১৯১৮ সালে ইহুদিদের একটি বাহিনী ব্রিটিশ সেনাদের প্যালেস্তাইন দখলে সহায়তা করে।
আরো পড়ুন :- হামাসের পর ইজরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত হেজবুল্লা, বিপাকে ইজরাইল
আরো পড়ুন :- নিরপরাধ মানুষ আমাদের শত্রু নয় : ইসরায়েলি সেনাবাহিনী
একটি ম্যান্ডেট দ্বারা সংশ্লিষ্ট অঞ্চলের উপর ব্রিটেন এবং ফ্রান্সের আধিপত্য স্বীকৃত হয়। বিভিন্ন দেশ থেকে ইহুদিরা ইজরায়েল-প্যালেস্তাইন অঞ্চলে আসতে শুরু করেন। স্বাভাবিক ভাবেই ওই অঞ্চলে বাসরত আরবিয়ানরা বিষয়টিকে ভালো চোখে দেখেনি। তাদের সঙ্গে ইহুদিদের দাঙ্গা শুরু হয়। ব্যালফুর ঘোষণাপত্রে আরবদের প্যালেস্তাইন দেওয়ার প্রতিশ্রুতিও ছিল। ফলে আরব ও ইহুদিদের সংঘাত অনিবার্য হয়ে পড়ে।
দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী পর্বে ইজরায়েলে ধনী ইহুদিদের আগমন অব্যাহত থাকে। অথাৎ তারা বিশ্বের যেই প্রান্তে ছিল তা ছেড়ে নিজেদের আদি পুরুষদের জমিতে ফিরে আসতে শুরু করে। আর এই ধনী ইহুদিদের তুলনায় দরিদ্র, পশুপালন ও সামান্য কৃষিনির্ভর আরবেরা এতে শঙ্কিত বোধ করে এবং সমস্যা আরও বাড়তে থাকে। জার্মানিতে হিটলারের শাসন কায়েম হলে সেখানে ইহুদি বিরোধিতা মারাত্মক আকার নেয়। ইহুদিদের নির্বিচারে হত্যা করা শুরু হয়। নয়তো পাঠিয়ে দেওয়া হতে থাকে ‘কনসেন্ট্রেশন ক্যাম্প’-এ, যা আরও আতঙ্কের।
আরো পড়ুন :- পবিত্র ভূমি জেরুজালেমের ইতিহাস জানেন ? না জানলে জেনে নিন
জার্মানি ছেড়ে সেই সময় বহু ইহুদিই তখন প্ৰাণ বাঁচাতে পালিয়ে এসেছিলেন তাঁদের আদিভূমি জেরুসালেমের দেশ প্যালেস্তাইনে। প্যালেস্তিনীয় আরব ও ইজরায়েলপন্থী ইহুদিদের মধ্যে সংঘাত বাড়লে ১৯৪৭ সালে ব্রিটেন প্রস্তাব দেয়, ইহুদিদের থাকার জন্য আলাদা রাষ্ট্র হওয়া দরকার। তারা জানায়, ১৯৪৮ সালে প্যালেস্তাইনকে ব্রিটিশ শাসনমুক্ত করা হবে। তবে তার আগে এই এলাকা ভাগ হওয়া দরকার।
১৯৪৮ সালে প্যালেস্তাইন ভেঙে যায় দু’খণ্ডে। আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পায় ইজরায়েল। শুরু হয় নতুন লড়াই। ইজরায়েলিদের তাড়া খেয়ে দেশ ছেড়ে পালাতে হয় বহু প্যালেস্তিনীয়কে। কম করে সাত লক্ষ প্যালেস্তাইনবাসীকে আশ্রয় নিতে হয় মিশর, জর্ডনের মতো আরব বিশ্বের অন্যান্য দেশে। তত দিনে ধাক্কা খেতে খেতে কোণঠাসা হয়েছে আজকের প্যালেস্তাইন।
আরো পড়ুন :- কবে , কোথায় ‘ইহুদি’ ধর্মের উৎপত্তি ? জানুন প্রাচীন আব্রাহামের কাহিনী
১৯১৭ সালে গোটাপ্যালেস্টাইনের মানচিত্র যা ছিল, ৪০ বছরে তা কমতে কমতে এসে ঠেকেছে দু’টি ছোট্ট টুকরোয়। এক ভাগের নাম ওয়েস্ট ব্যাঙ্ক। অন্য ভাগটির নাম গাজা স্ট্রিপ। সেটা ১৯৫৬ সাল। প্যালেস্তাইন তখন তাদের মূল ভূখণ্ডের মাত্র ২২ শতাংশ এলাকায় বিরাজমান। বাকি ৭৮ শতাংশ জুড়েই রয়েছে ইহুদিদের রাষ্ট্র ইজরায়েল। তবে দুই দেশেরই দাবি পবিত্র শহর জেরুসালেমের উপর।
এই নিয়ে সংঘাতের জেরে একের পর এক অভ্যুত্থান শুরু হয় প্যালেস্তাইন এবং ইজরায়েলে। ১৯৬৭ সালে ছ’দিনের যুদ্ধে গোটা প্যালেস্তাইনের দখল নেয় ইজরায়েলিরা। প্যালেস্তাইনের ওয়েস্ট ব্যাঙ্ক এবং গাজা স্ট্রিপে শুরু হয় ইজরায়েলের শাসন। কিন্তু প্যালেস্তাইনের মুক্তির লড়াই থামেনি। ১৯৯৩ আমেরিকার মধ্যস্থতায় ইয়াসির আরাফতের নেতৃত্বে প্যালেস্তাইন মুক্তি সংগঠন পিএলও এবং ইজরায়েল একটি সমঝোতায় আসে।
আরো পড়ুন :- জানুন কেন বারবার ইজরায়েলের ঢাল হয় আমেরিকা ?
স্বাক্ষরিত হয় অসলো চুক্তি। ওই চুক্তিতে সিদ্ধান্ত হয়, প্যালেস্তাইন তাদের চিহ্নিত অংশ দু’টি নিজেরাই শাসন করবে। ইজরায়েল মান্যতা দেবে প্যালেস্তাইনের মানুষের অধিকারকে। কিন্তু ২০০৬ সালে আবার গুলিয়ে যায় পুরনো হিসাব আর যাবতীয় বোঝাপড়া। পিএলও নিয়ন্ত্রিত ফতাহ পার্টিকে পিছনে ফেলে প্যালেস্তাইনের সংসদীয় নির্বাচনে জয়ী হয় চরমপন্থী হামাস বাহিনীর। নতুন করে শুরু হয় নিজেদের মধ্যে লড়াই।
২০০৭ সালে গাজা স্ট্রিপের দখল নেয় হামাস। তখন ইজরায়েলকে জানিয়ে দেয়, গাজায় কোনও যানবাহন ঢুকতে পারবে না। কোনও পণ্য নিয়ে যাওয়া যাবে না বাইরে থেকে। গাজার সীমানার এক প্রান্তে ভূমধ্যসাগর। অন্য প্রান্তটি পুরোপুরি ইজরায়েলের গা ঘেঁষে থাকা। ইজরায়েলের ওই সিদ্ধান্তে একঘরে হয়ে যায় গাজা। তত দিনে প্যালেস্তাইন মূল দেশের ১৫ শতাংশে এসে ঠেকেছে।
আরো পড়ুন :- Big News : বিশ্বকাপ দেখতে ভারতে আসছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী !
টুকরো টুকরো করে ভেঙে দেওয়া হয়েছে প্যালেস্তাইনের ওয়েস্ট ব্যাঙ্ককে। এক একটি টুকরো এক একটি ‘এনক্লেভ’। এর মধ্যে প্যালেস্তাইনের নিয়ন্ত্রণে ১৬৫টি। ইজরায়েলের নিয়ন্ত্রণ ২০০টি এনক্লেভের উপর। জেরুসালেমে তখনও ইজরায়েলি নিয়ন্ত্রণ। তাই নিয়ে প্যালেস্তাইন-ইজরায়েলের ক্ষমতার লড়াইও জারি। গত ৭ অক্টোবর সেই লড়াই পরিণত হল রক্তক্ষয়ী যুদ্ধে।
বিগত কয়েক দিনেই এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন ৩০০০ বেশি মানুষ। জখম প্রায় সাড়ে তিন হাজার। ২০০ জনকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছে গাজায়। তাঁদের ভবিষ্যৎ কী জানা যায়নি। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাজারেরও বেশি মানুষের ঘরবাড়ি। ঘরছাড়া লক্ষাধিক। আপাতত যুদ্ধ থামার লক্ষণই নেই গাজায় ৷ #Short News
আরো পড়ুন :- জানুন লেবাননের জঙ্গি গোষ্ঠী হেজবুল্লা আসলে কারা ?
আরো পড়ুন :- Breaking : আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিজবুল্লাহ ও হামাসের ?
আরো পড়ুন :- হামাসের পর ইজরায়েলে হামলা সিরিয়া ও লেবাননের, তাদের সংঘর্ষের ইতিহাস জানেন ?
আরো খবরের জন্য নীচের ছবিতে ক্লিক করুন
https://twitter.com/study14522/status/1713075469892079832?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1713075469892079832%7Ctwgr%5E55cd65bc906b12c6c592d69c35f29efd0854f3d3%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.banglanewsdunia.com%2Finternational%2Fvideo-e0a6afe0a781e0a6a6e0a78de0a6a7e0a787e0a6b0-e0a6aee0a6afe0a6bce0a6a6e0a6bee0a6a8e0a787-e0a687e0a69ce0a6b0e0a6bee0a6afe0a6bce0a787%2F
https://twitter.com/study14522/status/1713445322192822300?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1713445322192822300%7Ctwgr%5E55cd65bc906b12c6c592d69c35f29efd0854f3d3%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.banglanewsdunia.com%2Finternational%2Fvideo-e0a6afe0a781e0a6a6e0a78de0a6a7e0a787e0a6b0-e0a6aee0a6afe0a6bce0a6a6e0a6bee0a6a8e0a787-e0a687e0a69ce0a6b0e0a6bee0a6afe0a6bce0a787%2F
https://twitter.com/study14522/status/1713145761586925747?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1713145761586925747%7Ctwgr%5E55cd65bc906b12c6c592d69c35f29efd0854f3d3%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.banglanewsdunia.com%2Finternational%2Fvideo-e0a6afe0a781e0a6a6e0a78de0a6a7e0a787e0a6b0-e0a6aee0a6afe0a6bce0a6a6e0a6bee0a6a8e0a787-e0a687e0a69ce0a6b0e0a6bee0a6afe0a6bce0a787%2F
https://twitter.com/study14522/status/1704094103859077365?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1704094103859077365%7Ctwgr%5E55cd65bc906b12c6c592d69c35f29efd0854f3d3%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.banglanewsdunia.com%2Finternational%2Fvideo-e0a6afe0a781e0a6a6e0a78de0a6a7e0a787e0a6b0-e0a6aee0a6afe0a6bce0a6a6e0a6bee0a6a8e0a787-e0a687e0a69ce0a6b0e0a6bee0a6afe0a6bce0a787%2F
আরো পড়ুন :- হামাসের মাজা ভাঙতে তৎপর ‘ইজরায়েল’ ! চলছে লাগাতার আক্রমণ
আরো পড়ুন :- কর্মীদের ২৪-এর টার্গেট বেঁধে দিলেন সায়নী !
আরো পড়ুন :- জানুন কেন হতে পারে ভারত-চিন যুদ্ধ ?
আরো পড়ুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস
আরও পড়ুন : পুজোর মুখে রাজ্যে আঘাত হানতে পারে প্রবল ঘূর্ণিঝড়
আরও পড়ুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি
আরো পড়ুন :- এই কারণে বৈশাখীর প্রেমে পড়েছিলেন শোভন ?
বিশেষ দ্রষ্টব্য :- ” আমাদের কাছে আপনার ও আপনার সময়ের দাম রয়েছে , তাই আমরা আমাদের লাভের জন্য অযথা খবর বড় করি না , আমরা দিয়ে থাকি আপনাদের পয়েন্টের খবর। যাতে আপনার সময় নষ্ট না হয়। আমাদের এই শর্ট নিউজ আপনাদের কেমন লাগছে তা নিচে কমেন্টে জানান। যদি এই রকম শর্ট নিউজ আরো বেশি করে দেখতে চান তবে like করুন ও কমেন্টে YES লেখে আমাদের জানান। আর অবশই আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেল ফলো করুন।” ‘ধন্যবাদ’
আরো পড়ুন :- বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি কিভাবে ? কে ছিলেন প্রথম মানব ? জানুন অজানা তথ্য
আরো পড়ুন :- কলকাতায় হচ্ছে অযোধ্যার রাম মন্দির ! দেখতে যাবেন নাকি
আরো পড়ুন : জানুন ছেলেদের জন্য কন্ডোম কতটা নিরাপদ ?
আরও পড়ুন : আদিকাল থেকে পৃথিবীতে সৃষ্টি হয়েছে বহু ধর্ম ! জানুন এমন বৃহৎ ১০টি ধর্ম সম্পর্কে
আরও পড়ুন : মহিলাদের ‘ব্যাংক একাউন্টে’ টাকা পাঠাবে মোদী সরকার !
এই রকম আরো খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন