BBangla News Dunia, সমরেশ দাস : – সুনামি কথাটির নাম শুনলেই বুক টা কেমন একটা ধড়াস করে ওঠে । সেই ২০০৪ সালে হয়েছিল সুনামি , কত দেশ , শহর, গ্রাম , উপত্যাকা সব শেষ হয়ে গেছে । সেই দু দুঃস্বপ্ন মানুষ এখনো ভুলতে পারেনি । কিন্তু ভূ-বিজ্ঞানীদের মোতে সেই রকম বা তার থেকে আরো ভয়াল পরিমানে সুনামি আছড়ে পড়তে পারে জাপানে । এই সুনামি হতে পারে গত ৩০০ বছরের সবচেয়ে বড় সুনামি ।
ভূ-বিজ্ঞানীদের মতে এই সুনামির উচ্চতা হতে পারে প্রায় ৩০০ মিটার সমুদ্র পৃষ্ঠ থেকে । তাদের মতে এর তৃব্রতা রিখটার স্কেল এ ৯ দাগ পর্যন্ত্য উঠতে পারে বলে মনে করছেন ।
আরো পড়ুন :- এ যেন গল্প লকডাউন না মানলেই আটকে রাখা হচ্ছে ভুতুড়ে বাড়িতে
জাপানের ভূমিকম্পনবিদ কেনজি সাতাকে এক সাখ্যাত্কারে সংবাদ মাধ্যমকে বলেছেন যে এই রকম ভয়াল সুনামি প্রতি ছ’হাজার বছরে এক বার হয় ।
বিশেষজ্ঞদের মতে , ফুকুশিমা, আইবার্ক, আওমোরি, চিবা, মিয়াগি, হোকাইডো প্রভৃতি অঞ্চল ক্ষতিগ্রস্থ হবে এই সুনামি ও ভূমিকম্পের ফলে ।
আরো পড়ুন :- অনলাইন শিক্ষার ভবিষ্যৎ
গত ১৮ই এপ্রিলও জাপানে একটি ভূকম্পন হয়েছিল । এটাকে একটা পূর্বাভাস বলে বিশেষজ্ঞরা মনে করছেন । সুনামি হলে কতটা ক্ষয়ক্ষতি হতে পারে তা খতিয়ে দেখার জন্য একটা কমিটি তৈরী করা হয়েছে জাপানে ।