Bangla News Dunia, অজয় দাস :- করোনা ভাইরাস ভারত তথা সারা বিশ্বে মহামারীর আকার ধারণ করেছে। কিন্তু যেই চীন থেকে এই ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সেই চিনে এই ভাইরাসের কোনো প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে না। চীনের জনজীবন স্বাভাবিক ভাবেই চলছে। মানুষ মাস্ক ব্যবহার করা কমিয়ে দিয়েছে। যেখানে সারা বিশ্বের সব বড় বড় দেশের GDP কমেছে সেখানে চীনের GDP বেড়েছে। এমনকি এই করোনা কালে চীনের রপ্তানি ও বৃদ্ধি পেয়েছে।
আরো পড়ুন :- ভারতকে আমেরিকা কতটা শক্তিশালী দেশ মনে করে ? সেই রিপোর্ট আসলো সামনে
এরই মধ্যে বিস্ফোরক তথ্য ফাঁস হলো যে , এই করোনা ভাইরাস একটি জৈব হাতিয়ার হিসাবে তৈরি করেছে চীন। আজ থেকে প্রায় ৬ বছর আগে ২০১৫ সালে এই ভাইরাস তৈরির উপর কাজ শুরু হয়। সার্স ভাইরাসের আদতে এই ভাইরাস তৈরি করেছে চীন। চীন এমন ভাবে এই ভাইরাস তৈরী করেছে যাতে করে দুনিয়ার বড় বড় বিজ্ঞানীরা এই ভাইরাস দেখে বুঝতে না পারে যে এটি কৃত্তিম ভাবে তৈরি করা একটা ভাইরাস।
অস্ট্রেলিয়ার এই সাপ্তাহিক সংবাদ পত্রিকায় ( উইকেন্ড অস্ট্রেলিয়া ) এই বিস্ফোরক তথ্য প্রকাশ পেয়েছে। একজন চীনা শীর্ষস্থানীয় বিজ্ঞানী এই তথ্য ফাঁস করেছেন। লি – মেন -ইয়াং নামের এক চীনা ভাইরোলজিস্ট দাবি করেন যে এই ভাইরাস চীন তৃতীয় বিশ্ব যুদ্ধের জন্য তৈরি করেছে।
কিছু দিন আগেই তিনি চীনা ভাষায় লেখা কিছু টুইটের নথি ইংরেজিতে অনুবাদ করেছেন। যাতে লেখা রয়েছে যে চীনের সরকার ও চীনের সেনা এই ভাইরাসকে জৈব হাতিয়ার রূপে ব্যবহার করতে চেয়েছিল তৃতীয় বিশ্ব যুদ্ধের জন্য।
‘ দ্যা অস্ট্রেলিয়ান ‘ নামের সংবাদ পত্রিকা ও এই খবরটি প্রমুখ ভাবে প্রকাশ করে। এই সংবাদ পত্রিকাই কয়েক দিন আগে ভারতের করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী মোদিকে দোষী বলেছিল।
আরো পড়ুন :- করোনা পরিস্থিতিতে ভারতের হয়ে বিশ্বকে বিরাট বার্তা দিলো ইউরোপিয়ান ইউনিয়ন
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- করোনার পরে আরো এক বিরাট বিপদ মানুষের মাথার উপরে !