টানা লড়াইয়ে যুদ্ধ জয় , সুস্থ হলেন ৯৩বছরের বৃদ্ধা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- চারিদিক থেকে আসছে একের পর এক খারাপ খবর। করোনা কেড়ে নিচ্ছে একেরপর এক তাজা প্রাণ। এশিয়া থেকে ইউরোপ তারপর আমেরিকা কেউ বাঁচতে পারেনি এর থাবা থেকে। ভারতও যুজঁছে এই মহামারীর সাথে লড়াই করে। এত সব খারাপ খবরের মাঝে এল এক আশার কিরণ। এই খবরে মন ভালো হতে পারে সকলের। টানা ১০ দিন লড়াইয়ের পর যুদ্ধে জয়ী ৯৩বছরের বৃদ্ধা। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বীরঙ্গনা। যাওয়ার আগে মাথায় হাত রেখে আশীর্বাদ করে গেলেন এই লড়াইয়ে নিরন্তর থাকা সৈনিক ডাক্তার ও নার্সদের। বললেন সব ঠিক হয়ে যাবে।

[ আরো পড়ুন :- টাকা নেই করোনা মোকাবিলার , ঋণ মুকুবের দাবি পাকিস্তানের ]

বিজ্ঞানীদের মতে ৬০ বছরের বেশি বয়সীদের পক্ষে এই মারণ ভাইরাস এর মোকাবিলা করা প্রায় অসম্ভব। তার মধ্যেও মিরাকেল ঘটালেন ৯৩ বছরের বৃদ্ধা। আইসিইউ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তিনি। তার এই যুদ্ধ জয় মনোবল বাড়াবে সারা বিশ্বে করোনা যুদ্ধে থাকা সকল সৈনিকদের। করোনাকেও হারানো যায় এই মন্ত্র ছড়িয়ে পড়বে সারা বিশ্বে।

বৃদ্ধার পরিবার সূত্রে খবর , হাইপারটেনশন ছিল তার। সেই অবস্থায় তার নাতি তাকে ভর্তি করে হাসপাতালে। সেই অবলম্বন নিয়ে যুদ্ধ জয় করলেন বৃদ্ধা এলি।

[ আরো পড়ুন :- এবারে ৮৫ লক্ষ পরিবার পাবেন বিনামূল্যে গ্যাস , জেনেনিন আপনি কী আছেন সেখানে ]

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন