Bangla News Dunia, দীনেশ :আগামী ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আর ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে (Oath taking ceremony) উপস্থিত থাকবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। রবিবার বিদেশমন্ত্রকের (EAM) তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
আরো পড়ুন :- সপ্তাহ জুড়ে শুধুই ধস, হুড়মুড়িয়ে দাম কমেছে ১৭৬ স্মল ক্যাপ স্টকের, এই অবস্থায় লগ্নিকারীরা কি করবেন জেনে নিন
সেই বিবৃতিতে জানানো হয়েছে, ট্রাম্প এবং ভান্সের শপথগ্রহণ অনুষ্ঠানের তদারকি কমিটি আমন্ত্রণ জানিয়েছে জয়শংকরকে। তিনি ভারত সরকারের প্রতিনিধি হিসেবেই সেই অনুষ্ঠানে যোগ দেবেন। ট্রাম্পের সঙ্গেই আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পদে শপথ নিতে চলেছেন জেডি ভান্স। নতুন মার্কিন প্রশাসনের কার্যকাল শুরু হওয়ার আগে এই সফরে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। তাছাড়া অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি নতুন মার্কিন প্রশাসনের কর্তাদের সঙ্গেও আলোচনা করবেন বিদেশমন্ত্রী। এছাড়াও তিনি শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও কথা বলবেন। আগামী ২০ জানুয়ারি আমেরিকার স্থানীয় সময় দুপুর ১২টায় শপথ নেবেন ট্রাম্প। বিশ্বের বহু রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিয়ের মাইলি, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সহ আরও অনেকে রয়েছেন এই তালিকায়। চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তিনি আসতে না পারলেও প্রতিনিধি হিসেবে একজন উচ্চপদস্থ প্রতিনিধি পাঠাবেন।
আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত
ট্রাম্পের শপথগ্রহণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমন্ত্রণ পাবেন কি না, সেই নিয়ে জল্পনা শুরু হয়েছিল। ডিসেম্বরের শেষে জয়শংকরের আমেরিকা সফর নিয়েও মোদিকে কটাক্ষ করেছিলেন বিজেপিরই রাজ্যসভার প্রাক্তন সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তবে সমস্ত জল্পনা উড়িয়ে এবার ট্রাম্পের শপথগ্রহণে জয়শংকরের উপস্থিতির কথা জানাল বিদেশমন্ত্রক। তবে এবার ট্রাম্পের শাসনকালে ভারত ও আমেরিকার সম্পর্ক কেমন থাকবে, আপাতত সেই দিকেই নজর সকলের।
আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025