ট্রাম্প-মাস্কের বন্ধুত্বে চিড় ধরাচ্ছে অভিবাসন ! দুই শিবিরের সমর্থকদের বচসা, দ্বন্দ্ব তুঙ্গে

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- নতুন বছরের শুরুতে মার্কিন মসনদে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সেই নতুন প্রশাসনে বড়সড়ো পদ পেয়েছেন বিশ্বের ধনীতম ব্যক্তি এলন মাস্ক (Elon Musk)। কিন্তু মাস্ক-ট্রাম্প বন্ধুত্বে চিড় ধরাচ্ছে অভিবাসন। দুই শিবিরের সমর্থকদের মধ্যে শুরু হয়েছে বচসা। ফাটল ধরেছে MAGA ক্যাম্পে (Cracks In MAGA Camp)।

আরো পড়ুন :- মাত্র 3,530 টাকা ঢেলে 33 কোটি রিটার্ন ! 6 মাসে কোটিপতি বিনিয়োগকারীরা, জানুন সেই মাল্টিব্যাগার শেয়ার সম্পর্কে

MAGA। অর্থাৎ ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’। এটাই ছিল ট্রাম্পের স্লোগান। আর সেই স্লোগান একসঙ্গে তুলতে দেখা গিয়েছিল ট্রাম্প-মাস্ককে। জানা গিয়েছে, আমেরিকায় পালাবদলের পর আচমকাই দুই শিবিরে দ্বন্দ্বের পরিবেশ তৈরি হয়েছে। এই সংকটের সূচনা ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণনের নিয়োগ ঘিরে। তাঁকে ক্ষমতাসীন হতে চলা ট্রাম্প প্রশাসনের কৃত্রিম বুদ্ধিমত্তা নীতির নেতৃত্বের ভার দেওয়ার পর থেকেই বিতর্ক শুরু হয়েছে। আসলে এর আগে তিনি সওয়াল করেছিলেন মেধাবী অভিবাসীদের গ্রিন কার্ড দেওয়ার ব্যাপারে। এনিয়ে শোরগোল শুরু হয়। মাস্ক, বিবেক রামস্বামীরা এনিয়ে ট্রাম্প-ঘনিষ্ঠদের সঙ্গে ভিন্নমত। মাস্ক নিজেও এইচ-১বি ভিসায় আমেরিকায় অভিবাসন গ্রহণ করেছিলেন। শেষ পর্যন্ত অভিবাসন নিয়ে সংঘাত আরও বড় কোনও চেহারা ধারণ করে কিনা সেটাই দেখার।

আরো পড়ুন :- ভয়ঙ্কর যুদ্ধ কি আসন্ন ? পাক সীমান্তের দিকে এগোচ্ছে ১৫ হাজার তালিবান সেনা

আরো পড়ুন :- ফোন ধরলেই সর্বনাশ ! এই নম্বরগুলি থেকে কল আসলে ভুলেও তুলবেন না

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন