ড্রাগ রিহ্যাব সেন্টারে বন্দুকবাজদের হামলা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News  Dunia, শারদীয়া রায় :- ড্রাগ রিহ্যাব সেন্টারে  হামলা চালালো একদল বন্দুকবাজ । ঘটনাটি ঘটেছে মেক্সিকোতে।  এই হামলায় মৃত্যু হয়েছে ২৪ জনের এবং জখম হয়েছেন ৭ জন । সংবাদসূত্রে জানা গিয়েছে যে মেক্সিকোর ইরাপুয়াতো শহরের একটি ড্রাগ রিহ্যাব ফেসিলিটিতে তান্ডব চালিয়েছিল এই  বন্দুকবাজ দুষ্কৃতীর দল । গত দুই মাসে ইরাপুয়াতো শহরে  এই নিয়ে দ্বিতীয়বার দুষ্কৃতীদের হামলার ঘটনা ঘটলো। ফেডারেল সরকারের তরফেও এই ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে ।

জনৈক একজন পুলিশ অফিসার এই হামলার পরবর্তী অবস্থার ছবি সোশ্যাল মিডিয়ায়  শেয়ার করেছে। মুহূর্তের  মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই  ছবি । এই ছবিতে ১০-১২ জনের রক্তাক্ত  দেহ পরে থাকতে দেখা যায়। মেক্সিকোতে গত বছর থেকে গণহত্যার নতুন নতুন  রেকর্ড তৈরী হচ্ছে। ২০২০ সালে সর্বাধিক গণহত্যা হয়েছে। অথচ সে দেশের রাষ্ট্রপতি আন্দ্রে ম্যানুয়াল লোপেজ ওবরাদোর ১৯ মাস আগে ক্ষমতায় আসার পরই সেখানকার রেকর্ড স্তরের হিংসার ঘটনার কমাতে যাবতীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু গণহত্যা হ্রাস পাওয়ার বদলে বৃদ্ধি পেয়েছে।

ড্রাগ রিহ্যাব সেন্টারে বন্দুকবাজদের হামলা

এর আগে, ৬ জুন ইরাপুয়েতোতেই একটি ড্রাগ রিহ্যাব সেন্টারে তাণ্ডব চালিয়েছিল বন্দুকবাজেরা। সেই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছিল। তবে সেই একই রিহ্যাব সেন্টারে বুধবারের ঘটনা ঘটেছে কি না, তা এখনও স্পষ্ট নয়। গাড়ি তৈরির হাব হিসেবে পরিচিত গুয়ানাজুয়াতো বর্তমানে অপরাধ ও হিংসার নয়া কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।  মাদক ব্যবসাকে নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে ড্রাগ রিহ্যাব সেন্টারগুলিকেই বেশি টার্গেট করা হচ্ছে। গত বছর অগস্টে কোয়াটজাকোয়ালকোসে দক্ষিণ মেক্সিকোর বন্দরে একটি বারে সশস্ত্র হামলা চালায় বন্দুকবাজেরা। সেই হামলায় মৃত্যু হয় অন্তত ২৬ জনের।

Highlights

১. মেক্সিকোর ইরাপুয়াতো শহরের একটি ড্রাগ রিহ্যাবে হামলা চালালো   দুষ্কৃতীরা।

২. এইরকম ঘটনা দ্বিতীয়বার ঘটলো এই শহরে।

৩. গত বছর থেকে গণহত্যার সংখ্যা বৃদ্ধি পেয়েছে মেক্সিকোতে।

৪. গুয়ানাজুয়াতো শহর বর্তমানে অপরাধ ও হিংসার নয়া কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে

#Mexico | #Drug Rehabilitation Center  

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন