Bangla News Dunia, দীনেশ দেব :- পাকিস্তানের বাচ্চা বাচ্চা জানে যে আমেরিকা পাকিস্তানের সাথে কেমন দোগলা নীতি অবলম্বন করেছে। এক সময় ছিল যখন পাকিস্তানের কাছে কিছু টাকা ছিল। তখন আমেরিকা পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে কাজ করতো। এমনকি আমেরিকা নিজের অ্যাডভান্স অস্ত্রশস্ত্র পাকিস্তানের কাছে বেঁচে মোটা টাকা উপার্জন করতো।
কিন্তু পাকিস্তানের আর্থিক অবস্থা খারাপ হবার সাথে সাথে আমেরিকা পাকিস্তানকে ছেড়ে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। কারণ বর্তমানে ভারতের কাছে টাকা আছে পাকিস্তানের অস্ত্রশস্ত্র ক্রয় করার। আর বর্তমানে আমেরিকার পাকিস্তানের থেকে ভারতকে দরকার বেশি। তাই আমেরিকা পাকিস্তানকে ছেড়ে দিয়েছে।
আরো পড়ুন :- ভারতীয় সেনার সামনে ২৪ ঘন্টা ও টিকতে পারবেনা পাকিস্তানী সেনা , দাবি পাকিস্তানী মৌলানার
কিন্তু আমেরিকা একটি দোগলা দেশ তা সকলেরই জানান। কয়েকদিন আগেই ভ্যাকসিনের কাঁচামাল নিয়ে আমেরিকার দোগলা নীতি সকলের সামনে চলে এসেছে। এবার আমেরিকার আরো একবার পাকিস্তানকে দরকার তাই আমেরিকা পাকিস্তানকে নিজের হাতে করতে আমেরিকার দেওয়া এফ -১৬ ফাইটার জেট কে আপগ্রেড করার কথা বলেছে।
আমেরিকা পাকিস্তানকে বলে , আমেরিকা পাকিস্তানকে যেই সকল এফ -১৬ ফাইটার জেট দিয়েছে ২০২৬ পর্যন্ত তার সকল আপগ্রেড আমেরিকা করে দেবে। ফলে পাকিস্তান ভারতের বিরুদ্ধে এই হাতিয়ার ব্যবহার করতে পারবে। কিন্তু আমেরিকা এর জন্য পাকিস্তানের থেকে মোটা টাকা নেবে।
তবে ভারতীয় হিসাবে ভয় পাবার কোনো কারণ নেই। কারণ পাকিস্তান ভারতের সাথে যুদ্ধ করবে না। আর ভারত নিজেই আত্মনির্ভর হচ্ছে। এক দশক পরে ভারত নিজের অস্ত্রের চাহিদা মিটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে হাতিয়ার বেচবে।
আরো পড়ুন :- কাঁচা তেল ক্রয় নিয়ে সৌদিকে বিরাট ঝটকা দিতে চলেছে ভারত
এবার প্রশ্ন আমেরিকা পাকিস্তানকে সাহায্য কেন করছে ?
আমেরিকা নিজের স্বার্থেই পাকিস্তানের সাহায্য করছে। কারণ আমেরিকা চায় আফগানিস্থান থেকে তাদের সেনা তুলে নিতে। কারণ সেখানে সেনা থাকার জন্য প্রতি বছর প্রচুর টাকা খরচ হচ্ছে আমেরিকার। আর আমেরিকা আফগানিস্থান ছেড়ে দিলে সেখানে আবার তালিবানদের জোর বাড়তে পারে। আর পাকিস্তান তালিবানদের সাহায্য করে।
কিন্তু আমেরিকা চাইছে পাকিস্তানকে হাতে করতে যাতে করে পাকিস্তান তালিবানদের সাহায্য না করে। এমন কি আফগানিস্থানে শান্তি রক্ষায় পাকিস্তান কাজ করে। নয়তো পাকিস্তান তালিবানদের সাহায্য করে আফগানিস্থানের মধ্যে আবারো অবস্থা খারাপ করার চেষ্টা করবে।
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
আরো পড়ুন :- সম্পর্কে অবনতি থাকা সত্ত্বেও ভারতকে সাহায্য ও সহানুভূতি দেখালো তুর্কি