Bangla News Dunia , অজয় দাস :- চীন বরাবরই তাইওয়ানকে নিজের দেশের অংশ বলে থাকে । তাই চীনের দাবি তাইওয়ান কোনো দেশ নয় । চীনের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য বিশ্বের বড় বড় দেশ গুলি চাইলেও তাইওয়ানকে দেশ হিসাবে মান্যতা দিতে পারে না । একই অবস্থা ভারতের ও তবে বিশ্বের ১৫ টি দেশ তাইওয়ানকে একটি দেশের মান্যতা দিয়েছে ।
চীন আগাগোড়াই বিস্তার বাদী নীতি নিয়ে চলছে সেই বিস্তার বাদী নীতির জন্যই চীনের সাথে তার কোনো প্রতিবেশীর সম্পর্ক ভালো নেই । এমনকী চীন আগেই আসতো এক দেশ তিবতকে নিজের দেশের মধ্যে মিলিয়ে নিয়েছে । বছরের বিভিন্ন দিন ভারতের সাথে চীনের সীমান্ত বিবাদ থাকে ।
কিন্তু চীন এবার গোটা তাইওয়ান দেশকেই কব্জা করতে চাইছে সেই অনুযায়ী চীন বিগত কয়েকদিন ধরেই তাইওয়ানের চতুর দিকে সেনা মোতায়েন করেছে । কিন্তু এবার চীন তাইওয়ানের বায়ু সীমার উপর দিতে যুদ্ধ জাহাজ উড়িয়ে যুদ্ধের সংকেত দিলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা । কারণ বর্তমানে বিশ্বের বাকি দেশ করোনা নিয়ে ব্যাস্ত এই সময় তাইওয়ানের উপর হামলা করলে সাহায্যের জন্য বাকি বড় বড় দেশ তেমন সাহায্য করতে পারবে না । আর এই সুযোগ চীন নিতে চায়।
আরো পড়ুন :- ব্রহ্মস মিসাইল নিয়ে বিরাট সফলতা পেলো DRDO , ভারত চাইলে নোট ছাপতে পারবে !
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- বাম্পার অফার , মাত্র ৩৯৯৯ টাকায় ৮ জিবি – ২৫৬ জিবি RAM, ৬৪ MP ক্যামেরা , ৫৮০০ mAhব্যাটারী