BBangla News Dunia, সমরেশ দাস : – একপ্রকার হামলায় করা হয়েছে আমেরিকার উপরে, ঠিক এমনটাই মনে করেন সে দেশের প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প । তিনি করোনাকে কোনো রকম অস্ত্রোর থেকে কম কিছু মনে করছেন না । তার কথায় এটা একটা অস্ত্রের মতো ব্যবহার করেছে । এটা কোনো flu নয় , এটা একটা মরণ তোপ হিসাবে ব্যবহার করা হয়েছে । আর এর ফলে আমেরিকার অর্থনীতি খুব বাজে ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে ।
এইরকম বাজে অবস্থা শেষ তারা দেখেছিলো ১৯১৭ সালে । এই দিন হোয়াইট হাউসে এক বৈঠকে তিনি বলেন তার সরকার , প্রশাসন সাধারণ মানুষ কে বাঁচাতে পাশে আছে । এই যুদ্ধ তারা ঠিক জিতবেন । এবং পরিস্থিতি আবার আগের মতো হবে বলে তিনি আশা করেন ।
আরো পড়ুন :- মিললো রাষ্ট্রপতির স্বাক্ষর , এবারে বলবৎ হচ্ছে মহামারী আইন
ট্রাম এই দিন আরো বলেন যে তার দেশের অর্থনীতি শেষ ৩ বছরে চোখে পড়ার মতো ছিলো । সমস্ত ক্ষেত্রে তারা উন্নতি করছিলেন । আমেরিকার অর্থনীতি সব দেশের থেকে দেখার মতো ছিল
এই এক করোনাতে সব কেমন ওলোট পালট করে দিলো । কিন্তু তিনি আশাবাদী , তার দেশ আবার ঘুরে দাঁড়াবে । সবরকম সাহায্য করবে তার সরকার সমস্ত ব্যাবসায়ীদের কে ঘুরে দাঁড়াতে । এই মুহূর্তে মৃতের সংখ্যা কিছুটা কমেছে ও নতুন করে আক্রান্ত হচ্ছে কম । সব মিলিয়ে গ্রাফ তা নিম্মমুখী । আমেরিকা এই যুদ্ধে একটু একটু করে জিতছে , তাই তিনি আশাবাদী খুব তাড়াতাড়ি তারা পুরোনো জায়গায় ফায়ার যেতে পারবেন ।