তিব্বতে বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ চিনের ! জানুন কি প্রভাব পড়বে ভারতের ?

By Bangla News Dunia Dinesh

Published on:

india vs china

 

Bangla News Dunia, দীনেশ :- তিব্বতের পূর্বপ্রান্তে বিশ্বের বৃহত্তম বাঁধ (Dam on Brahmaputra River) নির্মাণের পরিকল্পনা রয়েছে চিনের। ইতিমধ্যে বাঁধ নির্মাণের অনুমতিও দেওয়া হয়েছে। এই প্রকল্পটি রূপায়িত হলে ভারতে ব্রহ্মপুত্র নদ এবং বাংলাদেশের জলপ্রবাহে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

চিনের (China) পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশনের ২০২০ সালের হিসাব অনুযায়ী, ইয়ারলুং জ্যাংবো নদীর নিম্নপ্রবাহে এই বাঁধ তৈরি হবে। আর এই প্রকল্প থেকে বার্ষিক ৩০ হাজার কোটি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদিত হবে।

আরো পড়ুন :- ভয়ঙ্কর যুদ্ধ কি আসন্ন ? পাক সীমান্তের দিকে এগোচ্ছে ১৫ হাজার তালিবান সেনা

বর্তমানে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প হল চিনের মধ্যাঞ্চলীয় থ্রি গর্জেস বাঁধ। এই প্রকল্পের পরিকল্পিত ক্ষমতা বার্ষিক ৮,৮২০ কিলোওয়া-ঘণ্টা। তিব্বতের প্রকল্পে এর তিনগুণেরও বেশি বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে নকশা করা হবে। থ্রি গর্জেস বাঁধের চেয়ে এই প্রকল্পের খরচও অনেক বেশি। কারিগরি খরচ সহ সব মিলিয়ে এই প্রকল্পের জন্য সম্ভাব্য খরচ ধরা হয়েছে ৩,৪৮৩ কোটি মার্কিন ডলার। প্রায় ১৪ লক্ষ মানুষের পুনর্বাসন ব্যয়ও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

বুধবার চিনের বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, কার্বন নিঃসরণ হ্রাসে চিনের লক্ষ্যপূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রকল্প। এছাড়া প্রকল্পের হাত ধরে তিব্বতে নতুন কর্মসংস্থান তৈরি হবে।

আরো পড়ুন :- ফোন ধরলেই সর্বনাশ ! এই নম্বরগুলি থেকে কল আসলে ভুলেও তুলবেন না

প্রাকৃতিক কারণে ইয়ারলুং জ্যাংবো নদীকে নতুন প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছে। বাঁধ নির্মাণের জন্য যে স্থানটি নির্ধারণ করা হয়েছে, সেখানে মাত্র ৫০ কিলোমিটার গতিপথের মধ্যে ২০০০ মিটারের বেশি গভীরতায় নদীর জল পতিত হয়। ফলে এখানকার স্থিতিশক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তরের বিপুল সম্ভাবনার পাশাপাশি অসংখ্য কারিগরি সমস্যাও রয়েছে।

এই প্রকল্পের কারণে ঘর ছাড়তে বাধ্য হওয়া মানুষের সম্ভাব্য সংখ্যা নিয়ে কোনও মন্তব্য করেননি কর্তৃপক্ষ। এছাড়া বিশ্বের অন্যতম সমৃদ্ধ ও বৈচিত্র্যপূর্ণ বাস্তুসংস্থান এই তিব্বত উপত্যকায় প্রস্তাবিত বাঁধের পরিবেশগত প্রভাব নিয়েও তথ্য প্রকাশ করা হয়নি।

আরো পড়ুন :- মাত্র 3,530 টাকা ঢেলে 33 কোটি রিটার্ন ! 6 মাসে কোটিপতি বিনিয়োগকারীরা, জানুন সেই মাল্টিব্যাগার শেয়ার সম্পর্কে

অবশ্য শি জিনপিং সরকারের দাবি, প্রস্তাবিত প্রকল্পে পরিবেশ বা ভাটির জলপ্রবাহে মারাত্মক কোনও প্রভাব পড়বে না। তবে ভারত ও বাংলাদেশ চিনা জলবিদ্যুৎ প্রকল্পটি নিয়ে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে। নয়াদিল্লি ও ঢাকার মতে, ব্রহ্মপুত্র নদে জলপ্রবাহে পরিবর্তন ঘটলে স্থানীয় পরিবেশ এবং অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

তিব্বতের সীমানার বাইরে এই ইয়ারলুং জ্যাংবো নদীটি ব্রহ্মপুত্র নামে পরিচিত। তিব্বত থেকে বেরিয়ে এই নদী ভারতের অরুণাচলপ্রদেশ ও অসমের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে ঢোকে।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন