Bangla News Dunia , Pallab : তীব্র অর্থনৈতিক সংকটে ভুগছে বাংলাদেশ। ইতিমধ্যেই তার প্রভাব পড়তে শুরু করেছে শিল্প এবং বাণিজ্য ক্ষেত্রে। এই সঙ্গে সেখানে দেখা দিতে পারে আরও বড় সমস্যা। বাংলাদেশের প্রায় ৫৪ লক্ষ কর্মী চাকরি হারাতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লবের ফলে কাজ হারাতে পারেন তাঁরা। একই সঙ্গে জানানো হয়েছে, চতুর্থ শিল্প বিপ্লবের ফলে বাংলাদেশের অর্থনীতিতে নানা আশঙ্কার পাশাপাশি তৈরি হতে পারে নতুন সম্ভাবনাও। তাই সমস্যা মোকাবিলা এবং সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারের নতুন কৌশল তৈরি করা দরকার।
আরো পড়ুন :- পাহাড়ে কর্মসংস্থানে জোর, ৪টি ‘স্কিল ডেভেলপমেন্ট সেন্টার’ গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর
বাংলাদেশে প্রায় ৫৪ লক্ষ কর্মী চাকরি হারাতে পারেন বলে উল্লেখ করা হয়েছে সরকারি সংস্থা এটুআই এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গবেষণার। একই সঙ্গে বিশেষজ্ঞরা জানিয়েছেন, চতুর্থ শিল্প বিপ্লবের ফলে বাংলাদেশের অর্থনীতিতে নানা আশঙ্কার পাশাপাশি নতুন সম্ভাবনাও তৈরি হতে পারে। ‘দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভল্যুশন: অপরচুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস ফর এসএমই ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এই কথা জানানো হয়েছে।
সেখানে জানানো হয়েছে, এর ফলে সব থেকে বেশি কাজ হারাবেন পোশাক শিল্পের কর্মীরা। এটুআই এবং আইএলও-র গবেষণার কথা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য-প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক কাজী মুহাইমিন-উস-সাকিব জানান, তাঁদের আশঙ্কা যে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে ২৭ লক্ষ, ফার্নিচার শিল্পে প্রায় ১৪ লক্ষ, কৃষিপণ্য ও পর্যটন শিল্পে প্রায় ১২ লক্ষ এবং চামড়া শিল্পের প্রায় ১ লক্ষ কর্মী চাকরি হারাতে পারেন। #End
আরো পড়ুন :- দুঃসংবাদ রাসেলকে নিয়ে, চিন্তায় KKR