তেজসঃ , অস্ত্র রপ্তানিতে ভারতকে Top 10 -এ নিয়ে আসবে

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , অজয় দাস :–  ইতিমধ্যেই দুবাইতে এয়ার শো চলছে। আর সেই আর শোতে অংশগ্রহণ করছে ভারতের তেজস ফাইটার জেট। এমনকি ভারতের এই তেজস ফাইটার জেট দেখতে পাকিস্তানের বায়ুসেনার দুবাইতে গিয়েছে । আর এবার ভারতের এই তেজসঃ ফাইটার জেট নিয়ে আসলো খুশির খবর। ( খুব সহজে এই বিষয়ে বিস্তারিত জানতে একদম নিচে দেওয়া ভিডিওটি দেখুন। এছাড়া ভিডিওটিতে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আরো ভিডিও দেখতে পারেন। )

প্রিয় দর্শক এইদিন ভারতের HAL অর্থাৎ হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড এর তরফ থেকে জানানো হয়েছে যে মিশর অর্থাৎ ইজিপ্ট ভারতের এই তেজসঃ ফাইটার জেট ক্রয় করতে উৎসাহ প্রকাশ করেছে। এমনকি HAL -এর একটি টিম ইতিমধ্যেই ইজিপ্টে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। যাতে করে সেখানকার বায়ু সেনা ও সরকারের সাথে এই তেজসের বিক্রয় নিয়ে আলোচনা করা যায়।

avilo home

মূলত দুবাইতে অনুষ্ঠিত হওয়া এই এয়ার শোতে ভারতের তেজস ফাইটার জেটকে দেখে খুবই উৎসাহিত ইজিপ্ট। কারণ একদিকে এই তেজস এর লোড নেওয়ার ক্ষমতা যেমন বেশি , তেমনি এর দামও কম এবং কোয়ালিটি খুব ভালো যার ফলে ইজিপ্ট তেজস ফাইটার জেট কেনার জন্য আগ্রহ দেখিয়েছে।

বর্তমানে সারা বিশ্বের মধ্যে আমেরিকা , রাশিয়া ও চীন ফাইটার জেটের বাজার দখল করে রেখেছে । আর এবার সেই বাজারেই হানা দিতে চলেছে ভারত। মূলত ভারতের তরফ থেকে মিশরকে অফার দেওয়া হয়েছে যদি তারা বেশি পরিমাণে এই ফাইটার জেট ভারতের থেকে ক্রয় করে তাহলে ভারত মিশরেই এই ফাইটার জেট তৈরি করবে। যার ফলে সেখানে কর্মসংস্থান হবে এমনকি পরবর্তীকালে এই ফাইটার জেটের মেইনটেনেন্স করতে সুবিধা হবে মিশরের।

আরো পড়ুন :- প্রধানমন্ত্রী মোদিকে ইসরাইল থেকে ভোটে লড়তে বললেন নেফতালি বেনেট

মূলত ইতিমধ্যেই মিশর চীনের তৈরি J -F ফাইটার জেট ব্যবহার করছে কিন্তু ওই  ফাইটার জেটের খারাপ কোয়ালিটির জন্যই মিশর চাচ্ছে নতুন ফাইটার জেট ক্রয় করতে। তবে মিশরের সাথে আমেরিকা ও রাশিয়া ,  উভয় দেশের সম্পর্ক খুবই ভালো। আর যদি মিশর আমেরিকা থেকে ফাইটার জেট ক্রয় করে তাহলে রাশিয়া যেমন মিশরের প্রতি ক্ষুন্ন হবে। তেমনি মিশর – রাশিয়া থেকে যদি ফাইটার জেট ক্রয় করে তাহলে আমেরিকা ক্ষুন্ন হবে এমন কি আমেরিকা মিশরের উপর নিষেধাজ্ঞা জারি করতে পারে।

কিন্তু মিশর যদি ভারতের থেকে এই ফাইটার জেট ক্রয় করে তাহলে একদিকে মিশর চীনের তৈরি খারাপ কোয়ালিটির ফাইটার জেট থেকে বাঁচতে পারবে। তেমনি রাশিয়াও ক্ষুন্ন হবে না , এমনকি আমেরিকাও মিশরের প্রতি ক্ষুন্ন হবে না। কারণ আমেরিকা তৈরি ইঞ্জিন তেজসঃ ফাইটার জেটে লাগানো রয়েছে। তাই মিশরের থেকে ভারতের এই ফাইটার জেট ক্রয় করার জন্য উৎসাহ প্রকাশ করা হয়েছে।

আরো পড়ুন :- বিশ্বের সবচেয়ে শক্তিশালী লেজার অস্ত্র তৈরি করছে আমেরিকা, চীনের ক্ষেপণাস্ত্র ধ্বংস হবে

তবে মনে করা হচ্ছে মিশর ভারতের এই ফাইটার জেট  ক্রয় করতে পারে কারণ ভারতও অফার দিয়েছে।  মিশরের মধ্যেই এই ফাইটার জেট তৈরি করবে ভারত। আর ভারত যদি এই ফাইটার জেটকে মিশরের কাছে বিক্রি করতে পারে তাহলে ভারত সারা বিশ্বের মধ্যে অস্ত্র রপ্তানিতে টপ ১০ চলে আসবে।

প্রিয় দর্শক ভারতের তৈরি তেজস ফাইটার জেট নিয়ে আপনার কি মতামত তা নিচে কমেন্ট করুন।

আরো পড়ুন :- এরদোগানের ভারত বিরোধিতার দাম দিতে হচ্ছে তুর্কির জনসাধারণকে !

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন