দক্ষিণ কোরিয়ার সীমান্তে বসলো লাউস্পিকার

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia,শারদীয়া রায়: – দক্ষিণ কোরিয়ার সীমান্তে হানা কিম জং উনের। এবার তার অস্ত্র ২০টি লাউডস্পিকার। উত্তর কোরিয়ার (North Korea) স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে বহু বছর ধরে সমালোচনায় সরব দক্ষিণ কোরিয়ার আন্দোলনকারীরা। তাঁদের সঙ্গে দিয়েছেন সিওলে আশ্রয় নেওয়া উত্তর কোরিয়ার দলত্যাগীরা। সম্প্রতি উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের (Kim Jong Un) সমালোচনা করে দক্ষিণ কোরিয়ায় লিফলেট বিলি করেছেন আন্দোলনকারীরা। এমনকী সীমান্ত এলাকা থেকে বিশালাকায় বেলুনে করে উত্তর কোরিয়ায় কিম-বিরোধী লিফলেট পাঠানো হয়েছে বলেও অভিযোগ। ওই লিফলেটগুলিতে কিম জং উনের মানবাধিকার লঙ্ঘনের বহু তথ্যও তুলে ধরা হয়েছে।

এই ঘটনার প্রতিবাদ হিসেবেই তার এই পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। সিওলের এক সেনা সূত্রকে উদ্ধৃত  করে এমনই জানিয়েছে সংবদামাধ্যম এক্সপ্রেস। গত রবিবারই দক্ষিণ কোরিয়ার  সীমান্তে এই স্পিকারগুলি বসানো হয়েছে। কোরীয় উপদ্বীপের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা জানিয়েছেন , ওই লাউড-স্পিকারে দক্ষিণ কোরিয়া বিরোধী স্লোগান চালানো হবে। এছাড়াও কিমের সমর্থনেও স্লোগান সাধারণ  মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ব্যবহার করা হতে পারে ওই স্পিকারগুলি।

kim-jong-un

উত্তর কোরিয়ার বিরুদ্ধে যারা আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দু’দেশের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন কিম।  গত সপ্তাহে লিফলেট ইস্যু নিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে কুৎসিত মন্তব্য করেন শাসক কিমের বোন তথা পরামর্শদাতা কিম ইয়ো জং। সেই সঙ্গেই দক্ষিণ কোরিয়া থেকে অবিলম্বে লিফলেট পাঠানো বন্ধ না হলে, উত্তর কোরিয়ার সীমান্ত শহর কায়েসংয়ে দু’দেশের যোগাযোগ অফিস বন্ধ করে দেওয়ারও হুমকি দেন তিনি।

গত বুধবারই দক্ষিণ কোরিয়ার (South Korea) বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন কিম জং উন। এরপরই রবিবার সীমান্তে লাউড-স্পিকার বসিয়েছে উত্তর কোরিয়ার সেনা। প্রসঙ্গত, এর আগেও দুই কোরিয়ার সীমান্ত  অঞ্চলে স্পিকার বসানো ছিল। তবে ২০১৮-তে দু’দেশের মধ্যে সামিটের আগে ওই স্পিকার প্রত্যাহার করেছিল উত্তর কোরিয়া (North Korea)। এর পরে আবার এই স্পিকার  বসানোর  ঘটনা  সম্পর্ককে আরো উত্তপ্ত করে দিলো তাতে সন্দেহ নেই।

Highlights

১. দক্ষিণ কোরীয় সীমান্তে লাউডস্পিকার বসানো হলো।

২. এর আগে লিফলেট বিলি করা হয়েছিল দক্ষিণ কোরিয়ায়

#Kim-jang-un | #Korea

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন