Bangla News Dunia, S. Datta Roy – সীমান্ত নিয়ে চীনের ভারতের সাথে এখনো সমস্যার সমাধান হয়নি ,এর মধ্যেই শুরু হয়ে গেলো আমেরিকার সঙ্গে স্নায়ু যুদ্ধ। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরে ২ টি পরমাণু শক্তিধর বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠিয়েছে। এই জাহাজ ২ টি USS নিমিৎজ এবং USS রোনাল্ডো রেগন তাইওয়ান ও ফিলিপিন্সের লুজোন দ্বীপের মাঝখানে লুজোন প্রণালী দিয়ে দক্ষিণ চীন সাগরে যাচ্ছে। হংকং নিয়ে উত্তাপ বাড়ার পাশাপাশি বাণিজ্য শুল্ক নিয়েও আমেরিকা ও চীনের মধ্যে বিরোধ চলছে।
পূর্ব চীন সাগরে চীনের গতিবিধি নিয়ে জাপানও অসন্তুষ্ট। এদিকে চীন আবার আমেরিকার তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে। ১ জুলাই থেকে চীনের PLA ওখানে ৫ দিনের সামরিক মহড়া শুরু করেছে। ফিলিপিন্স এবং ভিয়েতনাম এটা নিয়ে তীব্র প্রতিক্রিয়া করে। দক্ষিণ চীন সাগরের প্রায় ৯০ % -এর বেশি অংশে চীন আধিপত্য বিস্তার করে রেখেছে। সেখানে কৃত্তিম দ্বীপ এবং সামরিক পরিকাঠামো গড়ে তুলেছে। বিশ্ব বাণিজ্যের দিক থেকে এই দক্ষিণ চীন সাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এইদিক দিয়েই সারা বিশ্বের এক -তৃতীয়াংশ জাহাজ আসা যাওয়া করে। তাইওয়ান ,ফিলিপিন্স ,মালয়েশিয়া ,ভিয়েতনাম সকলেই দক্ষিণ চীন সাগরের নানা অংশে নিজেদের দাবির পক্ষে সওয়াল করেছে। ভিয়েতনাম ইতিমধ্যেই চীনের বিদেশ মন্ত্রকের কাছে প্রতিবাদ জানিয়েছে। ফিলিপিন্স জানিয়েছে -চীন যেখানে মহড়া দিচ্ছে সেটা ভিয়েতনামের জল। ফিলিপিন্সের অংশে এগোলে প্রবল বিরোধিতার মুখে পড়বে চীন।
Highlights
১. শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরে ২ টি পরমাণু শক্তিধর বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠিয়েছে।
২. ১ জুলাই থেকে চীনের PLA ওখানে ৫ দিনের সামরিক মহড়া শুরু করেছে।
৩. বিশ্ব বাণিজ্যের দিক থেকে এই দক্ষিণ চীন সাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ।
# দক্ষিণ চীন সাগর # চীন # আমেরিকা