দুই দেশকেই সংযম থাকার আর্জি জানালো রাষ্ট্রপুঞ্জ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস :- ভারত ও চীনের মধ্যে যে সমস্যা তৈরী হয়েছে এবং তার থেকে যে সংঘর্ষ হয়েছে তাতে ইতিমধ্যে প্রাণ গিয়েছে বহু বীর ভারতীয় সৈন্যের । এবং এর জন্য উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টোনিও গুতেররেস৷ দুই দেশকেই সংযম দেখানোর জন্য অনুরোধ করেছেন তিনি ৷ এমনই জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের মুখপাত্র ৷

ভারতীয় সেনার বিবৃতি অনুযায়ী, সোমবার রাতে লাদাখের গালওয়ানে চিনা সেনার অতর্কিত হামলায় ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয় ৷ এর পরই সীমান্তে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে ৷ ভারত- চিন দু’ পক্ষই এই পরিস্থিতির জন্য পরস্পরকে দায়ী করেছে ৷

রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারত এবং চিনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় হিংসা এবং প্রাণহানির ঘটনায় আমরা উদ্বিগ্ন ৷ দুই দেশকেই সর্বাধিক সংযম দেখানোর অনুরোধ করা হচ্ছে৷ তবে দুই দেশই উত্তেজনা কমাতে উদ্যোগী হয়েছে বলে যে খবর পাওয়া যাচ্ছে তাকে আমরা ইতিবাচক ভাবেই নিচ্ছি ৷’

ভারতের তরফে ২০ জন সেনার মৃত্যুর কথা স্বীকার করা হলেও নিজেদের তরফে ক্ষয়ক্ষতি নিয়ে কিছুই জানায়নি চিন ৷ তবে এ দিনই ভারত এবং চিনের বিদেশমন্ত্রীর মধ্যে ফোনে কথা হয়েছে৷ দুই দেশই উত্তেজনা প্রশমনে রাজি হয়েছে বলেই সংবাদসংস্থার বিদেশমন্ত্রকের তরফে দাবি করা হয়েছে ৷ ভারত এবং চিন উত্তেজনা কমাতে সম্মত হওয়ায় দুই দেশের পদক্ষেপকেই স্বাগত জানিয়েছে রাশিয়াও ৷

Highlights

১. ভারত ও চীনের মধ্যে যে সমস্যা তৈরী হয়েছে এবং তার থেকে যে সংঘর্ষ হয়েছে তাতে ইতিমধ্যে প্রাণ গিয়েছে বহু বীর ভারতীয় সৈন্যের

২. ভারতীয় সেনার বিবৃতি অনুযায়ী, সোমবার রাতে লাদাখের গালওয়ানে চিনা সেনার অতর্কিত হামলায় ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়

৩. ভারতের তরফে ২০ জন সেনার মৃত্যুর কথা স্বীকার করা হলেও নিজেদের তরফে ক্ষয়ক্ষতি নিয়ে কিছুই জানায়নি চিন 

#China  #India  #IndoChina Border  #War  #Soldier

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন