দুই সন্তানকে ওভেনে ঝলসালেন মা ! তারপর ভিডিও কল করলেন স্বামীকে

By Bangla news dunia Desk

Published on:

breaking , mormantik

 

Bangla News Dunia, দীনেশ :- মায়ের ভালোবাসা নাকি পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা। কিন্তু সেই মা-ই যদি হত্যাকারী হয়ে ওঠে নিজের সন্তানের! এমনই ঘটনা ঘটেছে আমেরিকার আটলান্টায়(Atlanta)। নিজের দুই সন্তানকে গ্যাস ওভেনর ওপর বসিয়ে ঝলসে হত্যা করেছেন লামোরা উইলিয়ামস নামের বছর ২৪ এর এক মহিলা। এই ঘটনায় দোষীও সাব্যস্ত হয়েছেন তিনি।তাকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা শোনানো হয়েছে। এছাড়াও অতিরিক্ত ৩৫ বছরের সাজা শোনানো হয়েছে তাকে।

আরো পড়ুন :- দিল্লির ‘খান চকে’র নাম বদলে দিল মোদী সরকার ! জানুন কি হল নতুন নাম ?

ঘটনাটি ঘটে ২০১৭ সালে। সেদিন জরুরী পরিষেবা নম্বরে ফোন করে লামোরা জানান,বাইরে থেকে বাড়ি ফিরে এসে তার দুই সন্তানকে মৃত অবস্থায় উদ্ধার করেছেন তিনি। ৯১১-এ(আমেরিকার জরুরী পরিষেবা নম্বর) ফোন করে তিনি বলেন, “আমি যখন বাড়িতে আসি আমার ছোট ছেলের মাথার ওপর স্টোভটি ছিল এবং আমার অন্য ছেলেটি মাটিতে শুয়ে ছিল,ওর মস্তিষ্ক মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে ছিল।”

আরো পড়ুন :- মাত্র ৫ বছরেই কোটিপতি, ২ টাকার এই শেয়ারে রিটার্ন ৬৩১৬২%। বিনিয়োগ করার আগে জেনে নিন

সেই সময় ওই মহিলার স্বামীও ৯১১-এ ফোন করে বলেন, “আমার সন্তানদের মা এখনই আমায় ফোন করেছিল, সে বলে আমার ২ সন্তান মারা গিয়েছে আমাদের অ্যাপার্টমেন্টে। সে আমায় ভিডিও কল করেছিল, আমি দেখেছি। আমার মনে হয় সত্যিই তাঁরা মারা গিয়েছে।”

আরো পড়ুন :- কেমন হবে ট্রাম্প-মোদীর রসায়ন ? জানালেন জয়শঙ্কর

এরপরেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহগুলি উদ্ধার করে। ময়নাতদন্তকারী চিকিৎসক জানান, কেউ ইচ্ছাকৃতভাবে এই দুই শিশুকে ওভেনের ওপর বসিয়েছিল। ময়নাতদন্তের রিপোর্টে আরও জানানো হয় যে দীর্ঘক্ষণ আগুনের সংস্পর্শে থাকার ফলে তাঁদের দেহে তাপের তারতম্য ঘটে গিয়েছিল। জানা গিয়েছে, যখন ওই দুই সন্তানকে হত্যা করা হয়েছিল তাঁদের বয়স ছিল যথাক্রমে এক এবং দুই বছর। এক ঘণ্টার ব্যবধানে হত্যা করা হয়েছিল তাঁদের।

লামোরা উইলিয়ামসের মায়ের বক্তব্য, তাঁর মেয়ের মানসিক স্বাস্থ ঠিক নেই এবং জেলের ভেতর যেনো তাঁর ওপর নজর রাখা হয় যাতে সে আত্মহত্যা না করে বসে।

আরো পড়ুন:-প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ফর্ম ফিলাপ ও স্ট্যাটাস চেক কিভাবে করবেন? জেনে নিন

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন