Bangla News Dunia , দীনেশ দেব :- সারা পৃথিবীতে করোনা ভাইরাস তান্ডব লাগিয়ে রেখেছে। তার প্রধান কারণ হলো চীন। কয়েকদিন আগেই আমেরিকার এক রিপোর্ট ও চীনা এক ভাইরোলজিস্ট ( ভাইরাস বিশেষজ্ঞ ) জানিয়েছেন যে চীনা সেনা এই ভাইরাসকে তৈরী করেছে যাতে করে যুদ্ধের সময় এই ভাইরাস বিপক্ষকে পরাস্ত করার জন্য ব্যবহার করা যায়।
এই রিপোর্ট সামনে আসতেই চীনের উপর আঘাত হানতে শুরু করেছে আমেরিকা। এই দিন আমেরিকার বিদেশমন্ত্রী এন্টোনি বিলিংকন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর বৈঠকে তাইওয়ান কে আহ্বান করার কথা বলেছেন। তিনি লন্ডনে আয়োজিত হওয়া জি – ৭ বৈঠকে এই কথা বলেন। তার পরেই বাকি সদস্য দেশ গুলি তার এই প্রস্তাবের সমর্থন করেন। আমেরিকা এই প্রস্তাবের পরেই চীন তার ক্ষোভ প্রকাশ করে। চীনের তরফ থেকে জানানো হয়েছে , আমেরিকার বিদেশমন্ত্রীর তাইওয়ানকে নিয়ে এই বার্তার ঘোর নিন্দা করে চীন।
আরো পড়ুন :- মাত্র কয়েক বছরে চীনের সিনজিয়াং প্রদেশে ১৭০ টির বেশি মসজিদ ধ্বংস করেছে চীন
কারণ চীন মানে তাইওয়ান চীনের অংশ। কিন্তু তাইওয়ান আগেই বলেছে যে , তাইওয়ান এক স্বাধীন দেশ। তারা চীনের অধীনে নয়। আমেরিকার এই পদক্ষেপের পরে মনে করা হচ্ছে যে , এই করোনা মহামারী থেকে বেরিয়ে বিশ্বের বড় বড় শক্তিধর দেশ চীনের উপর প্রহার করতে চলেছে।
ইতি মধ্যেই ইউরোপিয়ান ইউনিয়ন চীনের উপর আর্থিক প্রহার করতে শুরু করে দিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন চীনের বদলে ভারতকে তাদের বড় ও প্রধান সহযোগী রূপে বেঁছে নিয়েছে। এছাড়া ইউরোপের মার্কেটে যাতে ভারতের পণ্য খুবই সহজে চীনা পণ্যের মোকাবিলা করতে পারে তার জন্য প্রায় ৮ বছর পর ভারতকে GSP+ ক্যাটাগরিতে প্রবেশ করিয়েছে ইউরোপ।
আরো পড়ুন :- করোনার টিকা না পাওয়া পর্যন্ত শিশুদের কি ভাবে রক্ষা করবেন ? কি বলছেন বিশেষজ্ঞরা জানুন
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- এবার পাকিস্তানকে অস্বীকার করলো চীন !