দু -পক্ষের প্রস্তুতি অব্যাহত ,কি হল সীমান্ত বৈঠকে – আসুন দেখে নেওয়া যাক

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia : S. Datta Roy –   বেশ কিছুদিন ধরেই লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনাবাহিনীর অবস্থান নিয়ে সমস্যা ও তা থেকে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সেনা সূত্রে খবর -গালওয়ানে ২০ জন ভারতীয় সেনার মৃত্যুর পরে টানা ৭ দিন স্ট্যান্ড অফ থাকার পর শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে যেতে রাজি হয়েছে চীনের সেনাবাহিনী। মঙ্গলবার দুই দেশের সেনা আধিকারিকদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। ভারতীয় সেনার তরফে বলা হয় – ‘ পূর্ব লাদাখের চুসুল এলাকার মলডো অঞ্চলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে ,যেখানে পূর্ব লাদাখের সংঘর্ষের এলাকাগুলি থেকে সেনার ডিস্এনগেজমেন্ট  নিয়ে আলোচনা হয়েছে। ‘

india-china

চীনের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে -উভয় দেশ নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমেই সীমান্ত অঞ্চলের সমস্যা মিটিয়ে নেবে। কিন্তু এর আগেও কথা রাখেনি বেজিং। তাই প্রাক্তন সেনা কর্তারা চীনকে বিশ্বাস করতে পারছে না। চীন যতক্ষণ না প্রতিশ্রুতি পালন করছে ততক্ষন অবদি ভারতীয় সেনাবাহিনীকে খুব সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে ডোকলামে ৭২ দিন স্ট্যান্ড অফ থাকার পরেও চীন ডিস্এনগেজমেন্ট করতে অনেকদিন সময় নিয়েছিল।

উভয় পক্ষের মধ্যে বৈঠক হয় ১১ ঘন্টা ৪৫ মিনিট ধরে। এদিকে লাদাখে ভারতীয় ভূ -খন্ডের মধ্যে ফাঁপা ইট দিয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার চারপাশে ববাঙ্কার তৈরী করে ফেলেছে চীন। এই ইটের বিশেষত্ব হল গুলি ও বোমার আঘাত সহ্য করতে পারা ও ভেতর গরম রাখা। ওদের প্রধান লক্ষ্য হল -দরবুক থেকে দৌলতবাগ ওল্ডি পর্যন্ত রাস্তায় ভারতীয় সেনার ওপর নজর রাখা। ইতিমধ্যে দিল্লিও সেখানে ভারী ভারী ট্যাঙ্ক মোতায়েন করেছে।

Highlights

১.  ৭ দিন স্ট্যান্ড অফ থাকার পর শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে যেতে রাজি হয়েছে চীনের সেনাবাহিনী।

২.  উভয় পক্ষের মধ্যে বৈঠক হয় ১১ ঘন্টা ৪৫ মিনিট ধরে।

৩.  চীনের প্রধান লক্ষ্য হল -দরবুক থেকে দৌলতবাগ ওল্ডি পর্যন্ত রাস্তায় ভারতীয় সেনার ওপর নজর রাখা।

চীন   #  ভারত     #  লাদাখ 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন